‘ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা যাবে না’, ক্ষুব্ধ হাইকোর্ট রাজ্যকে দিল বড় নির্দেশ

Published on:

Published on:

calcutta high court(11)

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEE Result 2025) পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত মামলায় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ডকে কড়া নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)। হাইকোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। যদি তা না হয় তাহলে কেন ফল প্রকাশে দেরি হচ্ছে, তা জানানোর নির্দেশ উচ্চ আদালতের।

রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ নিয়ে বড় নির্দেশ | Calcutta High Court

ইতিমধ্যেই সর্বভারতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা জেইই মেন্স, জেইই অ্যাডভান্সড এবং নিট ইউজি-র ফলাফল প্রকাশিত হয়েছে। কিন্তু রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। কেন এখনও রাজ্য জয়েন্টের ফলাফল প্রকাশ করা গেল না সেই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। মামলা করেছিলেন দীপঙ্কর বিশ্বাস নামে এক ব্যক্তি। মঙ্গলবার সেই মামলার শুনানিতেই কড়া নির্দেশ দিল হাইকোর্ট।

গত ২৭ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হলেও কেন এখনও ফলাফল প্রকাশ করা হয়নি সেই প্রশ্ন তোলা হয়। মামলাকারীর আইনজীবীর সওয়াল, ‘আইআইটি, নিট-এর ফলাফল বার হলেও জয়েন্টের রেজাল্ট প্রকাশ করা হয়নি। কেন বিলম্ব হচ্ছে? পড়ুয়াদের মেধা এবং শ্রম, দুই এতে প্রশ্নের মুখে পড়ছে। অন্যান্য রাজ্যের ছাত্রছাত্রীরা ভর্তি হয়ে ইতিমধ্যে তাদের পড়াশোনাও শুরু হয়ে গিয়েছে। বাংলার পড়ুয়ারা পিছিয়ে পড়ছে।’

এদিন মামলার শুনানিতে হাইকোর্টের মন্তব্য, OBC মামলার সঙ্গে এর ফলাফলের কোনও সম্পর্ক নেই। আগামী সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে বলে নির্দেশ দেয় হাইকোর্ট। যদি তা না হয় তাহলে কেন তা প্রকাশ করতে দেরি হচ্ছে, তা জানানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের।

Calcutta High Court

আরও পড়ুন: বাংলা অন্য নিয়মে চলে? রাজ্যের বকেয়া টাকা না পাওয়া নিয়ে কাকলি প্রশ্নের বিস্ফোরক জবাব দিল কেন্দ্রীয় মন্ত্রী

মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা যাবে না।’ কেন জয়েন্টের রেজাল্ট বার হচ্ছে না, তা নিয়ে রাজ্য সরকার ও জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ডের রিপোর্টও তলব করেছে হাইকোর্ট।