বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি পদে নিযুক্ত রয়েছেন টিএস শিবজ্ঞানম (Justice T. S. Sivagnanam)। ২০২৩ সালের ১১ মে তিনি কলকাতা হাইকোর্টের ৩৩ তম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন তিনি। ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর বিচারপতি শিবজ্ঞানমের কর্মজীবনের মেয়াদ শেষ হবে। অর্থাৎ আগামী সোমবার অবসর নিচ্ছেন বিচারপতি শিবজ্ঞানম। তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়ে বড় মন্তব্য করলেন বিচারপতি।
মুখ্যমন্ত্রীকে নিয়ে কী বললেন বিদায়ী প্রধান বিচারপতি? Mamata Banerjee
শুক্রবার বিকেলে হাই কোর্ট লাগোয়া টাউন হলে রাজ্যের বিচারবিভাগীয় দপ্তর রাজ্যের প্রধান বিচারপতিকে বিদায় সংবর্ধনা দেয়। সেই অনুষ্ঠানে সস্ত্রীক প্রধান বিচারপতি-সহ অন্য বিচারপতিদের পাশাপাশি রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী মানস ভূঁইয়া, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত-সহ বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, সেই অনুষ্ঠানেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বিচারপতি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কখনও বিচারবিভাগকে খালি হাতে ফেরাননি। বিচারপতি বলেন, বিচারবিভাগ ও প্রশাসনের মধ্যে ভারসাম্য এবং পারস্পরিক বোঝাপড়ার উপরে জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে বিচারপতি আরও বলেন, “কেন আমাকে এখানে বদলি করা হয়েছিল, আজও জানি না। মনে হয়, বিচারপতি মাদুরেশ প্রসাদও (যিনিও এখানে বদলি হয়ে এসেছেন) এই বিষয়ে কিছু জানেন না।” বিচারপতি বলেন, “সম্প্রতি একজন বিচারপতি আমাকে জিজ্ঞাসা করছিলেন, কেন তাঁকে এখানে বদলি করা হয়েছে? আমি বলি, আমার অবসর নিতে আর দশ দিন বাকি, আমিও তা জানলাম না!”
আরও পড়ুন: ঘনাচ্ছে দুর্যোগ! রবিবার দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি? আবহাওয়ার খবর
অভিমানের সুরে কিছু কথা বললেও বিচারপতি বলেন, “যে কলেজিয়াম আমাদের বিচারপতি পদে বসায়, তারাই আমাদের বদলি করে। তাই আমার এ নিয়ে কোনও ক্ষোভ নেই।” যদিও বিচারপতি বলেন, কলকাতায় এসে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন।