‘অবিলম্বে মামলা প্রত্যাহার করুন না হলে..’, শুভেন্দুকে চরম হুঁশিয়ারি প্রধান বিচারপতির, কারণ কী?

   

বাংলা হান্ট ডেস্কঃ অস্বস্তিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার প্রধান বিচারপতির (Chief Justice of Calcutta High Court) কড়া প্রশ্নের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী। বিধায়ককে উদ্দেশ্য করে সরাসরিই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘অবিলম্বে মামলা প্রত্যাহার করুন। না হলে মামলা খারিজ করে দেব।’’

বর্তমানে যাদবপুর ইস্যু নিয়ে উত্তাল রাজ্য। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক পড়ুয়ার রহস্য মৃত্যুর (Jadavpur University Student Death) ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে। এই মৃত্যু ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই ছাত্রমৃত্যু নিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে জনস্বার্থ মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী।

এদিন সেই জনস্বার্থ মামলাটিই হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওঠে। সেই মামলার শুনানি চলাকালীন মামলাটির বিষয়বস্তু নিয়ে বেজায় বিরক্তি প্রকাশ করেন প্রধান বিচারপতি। জানিয়ে রাখি, পড়ুয়া মৃত্যুর পরে এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন শুভেন্দু। সেই নিয়েই দায়ের হয়েছিল মামলা।

আরও পড়ুন: ‘অভিষেককে ভোটের আগে গ্রেফতার করা হবে’, গতকাল কে মেসেজ পাঠিয়েছেন মমতাকে? মুখ খুললেন মুখ্যমন্ত্রী

এই ঘটনায় NIA তদন্ত চেয়ে শুভেন্দুর দাবি ছিল, যাদবপুরে আরএসএফ (রেভলিউশনারি স্টুডেন্ট ফেডারেশন) নামে একটি সংগঠন রয়েছে। সম্প্রতি তার ওপর ওই সংগঠনই হামলা চালায়। যাদবপুরে এই সংগঠনের কাজ নিয়েই অভিযোগ জানিয়েছিলেন বিরোধী দলনেতা।

high court

তবে এদিন শুনানি পর্বে এই মামলার বিষয়বস্তু শুনেই বিরক্ত হন প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘‘সংবাদপত্র পড়েই কি এই মামলা দায়ের করা হয়েছে? আমি আজকাল অনেক ঘটনায় দেখেছি, সকালে সংবাদপত্র পড়ে মামলা দায়ের হয়ে গেল। তার পরই দ্রুত শুনানির আর্জি জানানো হচ্ছে। কেন এমন হবে?’’

আরও পড়ুন: সরকারি কর্মীর মৃত্যুতে চাকরি পাওয়া সন্তানের বংশগত অধিকার নয়! ঐতিহাসিক রায় হাইকোর্টের

চিফ জাস্টিস আরও বলেন, ‘‘আমিও তো সংবাদপত্র পড়েই জানতে পেরেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে পুলিশ পদক্ষেপ করছে।” এরপরই বিরোধী দলনেতার আইনজীবীকে প্রশ্ন ছুঁড়ে বিচারপতি বলেন, ‘‘মামলকারী কি এই ধরনের ঘটনার গুরুত্ব বুঝতে পারছেন? মামলা প্রত্যাহার করে নিন, না হলে খারিজ করে দেব।’’জানা গিয়েছে হাইকোর্টে প্রশ্নের মুখে পড়তেই মামলা প্রত্যাহার করে নেন বিরোধী দলনেতা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর