২১ জুলাই মমতা বনাম শুভেন্দু! শর্তসাপেক্ষে অনুমতি, তবে প্রশাসনের নজর দুদিকেই

Published on:

Published on:

Calcutta High Court clears BJP rally on 21 july

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে তৃণমূলের শহিদ দিবস, অন্যদিকে কসবা কাণ্ডের প্রতিবাদে বিজেপির উত্তরকন্যা অভিযান। একই দিনে দুই বড় কর্মসূচি। তাই আদালতে উঠেছিল বিষয়টি। অবশেষে বৃহস্পতিবার হাইকোর্ট (Calcutta High Court) শর্তসাপেক্ষে বিজেপির মিছিলে অনুমতি দিল। সঙ্গে কিছু কড়া নিয়মও বেঁধে দিল বিচারপতি।

আদালতের (Calcutta High Court) অনুমতি, কিন্তু একগুচ্ছ শর্তে

কলকাতার হাইকোর্টে (Calcutta High Court) এদিন মামলার শুনানি হয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, মিছিল হোক, তবে নিয়ম মেনে।
বিজেপির মিছিল হবে তিনবাত্তি মোড় থেকে ভিডিওকন গ্রাউন্ড পর্যন্ত। প্রতিটি দলে ১০০ জনের বেশি থাকা যাবে না। তবে সভায় ১০ হাজার লোক জড়ো হতে পারবেন। আদালতের নির্দেশ, কোনওভাবেই আইন-শৃঙ্খলা বিঘ্নিত হওয়া চলবে না।

শহিদ দিবস নিয়েও কটাক্ষ বিচারপতির

শুধু বিজেপি নয়, এদিন শহিদ দিবস নিয়েও একটি মামলা ওঠে। তৃণমূলের পুরনো সভা বলে আলাদা ছাড় চাওয়া হয়েছিল। সেই প্রসঙ্গে বিচারপতি বলেন, “অনেক পুরনো বললেই সব কিছু মানা যাবে না।” তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অবশ্য বিজেপির মিছিল নিয়ে গুরুত্ব দেননি। তাঁর বক্তব্য, “কে কোথায় গেল তাতে কিছু আসে যায় না।”

কসবা ল কলেজে ছাত্রীর উপর গণধর্ষণ ও খুনের ঘটনার (Kasba Gangrape) প্রতিবাদেই বিজেপির এই কর্মসূচি। তবে তৃণমূল বলছে, বিজেপি ২১ জুলাই ঘিরে অশান্তি ছড়াতে চাইছেে

Calcutta High Court clears BJP rally on 21 july

আরও পড়ুনঃ তৃণমূলের সভা ছেড়ে সোজা হাঁটা শিক্ষকদের, প্রেক্ষাগৃহে তালা ঝুলিয়ে আটকানোর চেষ্টা

প্রশাসন নজর রাখছে দুই দিকেই

একই দিনে দুটি বড় জমায়েত। তাই প্রশাসন নজর রেখেছে পরিস্থিতির উপর। কলকাতা থেকে জলপাইগুড়ি, সর্বত্র পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিচারপতি স্পষ্ট বলেছেন, কোনও গোলমাল হলে অনুমতি বাতিল হবে।