বাংলা হান্ট ডেস্কঃ ২০১০ সালে বিজ্ঞপ্তি, কিন্তু এতদিনেও হয়নি ফলপ্রকাশ! ১৫ বছর পর সেই জট কাটাল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগে এবার সবুজ সঙ্কেত দিল আদালত। ২১ দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। ২৯২টি শূন্যপদে এবার নিয়োগ সম্ভব।
দীর্ঘ অপেক্ষার পর মিলল ছাড়পত্র
বাম সরকারের সময়ে ২০১০ সালে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। ২০১১-তে পরীক্ষা হলেও নানা অভিযোগে ফের পরীক্ষা নেয় কমিশন। এরপর মামলা, স্থগিতাদেশ আর শুরু হয় দীর্ঘ অপেক্ষা। সেই নিয়োগ প্রক্রিয়াই এবার চালাতে পারবে কমিশন, বলল হাই কোর্ট (Calcutta High Court)।
আদালতের (Calcutta High Court) কড়া নির্দেশ
বিচারপতি পার্থসারথি সেন বুধবার জানিয়ে দেন, মাদ্রাসা সার্ভিস কমিশন ১৫ দিনের মধ্যে ছাড়পত্র পাবে। আর ২১ দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করতেই হবে। তবে পুরনো নিয়ম মেনেই এই নিয়োগ করতে হবে বলে জানিয়েছে আদালত (Calcutta High Court)।
এতদিনে ফল না পাওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন বহু চাকরিপ্রার্থী। অবশেষে আদালতের রায়ে তাঁরা স্বস্তি পেয়েছেন। এখন সবাই চাইছেন, যেন কোনও নতুন জট তৈরি না হয়। কারণ, এই ফলের উপরেই নির্ভর করছে ২৯২টি পদে নিয়োগ।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়মে এবার একাধিক বদল, নতুন নির্দেশিকা জারি করল WBCHSE
আইনজট, প্রশাসনিক সমস্যা আর বারবার দেরির পরে অবশেষে এবার নিয়োগের আশা জেগেছে। মাদ্রাসা সার্ভিস কমিশন যদি নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করে, তাহলে বহু বছর ধরে অপেক্ষা করা পরীক্ষার্থীরা নতুন করে স্বপ্ন দেখতে পারবেন।