বাংলা হান্ট ডেস্কঃ মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির ঘোষণাকে কেন্দ্র করে দিন কয়েক ধরেই রাজনৈতিক উত্তাপ বাড়ছিল। হুমায়ুন কবীরকে ঘিরে জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। শেষ পর্যন্ত কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) স্পষ্ট জানিয়ে দিল যে, মামলা হলেও মসজিদ তৈরির সিদ্ধান্তে তারা হস্তক্ষেপ করবে না। নিরাপত্তার দায়িত্বও রাজ্য সরকারের হাতেই থাকবে।
‘বাবরি শিলান্যাস’ নিয়ে হাই কোর্টে (Calcutta High Court) মামলা দায়ের
বেলডাঙায় হুমায়ুন কবীর যে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা করেছিলেন, সেই নিয়ে প্রথম থেকে আপত্তি দেখায় রাজনৈতিক দলগুলি। এমনকি আপত্তি জানিয়েছিল হুমায়ুন কবীরের দল তৃণমূল কংগ্রেসও। কিন্তু তা নিয়ে কোনরকম আলোকপাত করেনি হুমায়ুন কবীর। নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন তিনি। এরপরেই হুমায়ুন কবীরের ‘বাবরি শিলান্যাস’ নিয়ে হাই কোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হয়।
মামলা থেকে সরে দাঁড়াল হাই কোর্ট
তবে এই মামলা থেকে সরে দাঁড়িয়েছে হাই কোর্ট (Calcutta High Court)। শুক্রবার কলকাতা হাই কোর্ট জানিয়ে দেয় যে, এই মামলায় তারা কোনওভাবেই মসজিদ নির্মাণের সিদ্ধান্তে বাধা দেবে না। এতে স্পষ্ট যে, হুমায়ুনের পরিকল্পনায় আইনি দিক থেকে আর কোনও সমস্যা রইল না।
একইসঙ্গে আদালত (Calcutta High Court) স্পষ্ট জানিয়েছে যে, পুরো এলাকার নিরাপত্তার দায়ভার রাজ্য সরকারেরই। মুর্শিদাবাদে ইতিমধ্যেই যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, প্রয়োজনে তাদেরও ব্যবহার করা যাবে। আদালত জানিয়েছে, পরিস্থিতি শান্ত রাখতে এবং কোনও অশান্তি এড়াতে প্রশাসনকেই যথাযথ ব্যবস্থা নিতে হবে।

আদালতের (Calcutta High Court) এই রায়ে আইনি দিক থেকে হুমায়ুনের পথ কার্যত মসৃণ হয়ে গেল। বেলডাঙায় তাঁর ঘোষিত পরিকল্পনা বাস্তব রূপ পেতে এখন আর কোনও বাধা থাকল না। তবে এই বিবাদ এখানেই মিটবে বলে মনে করছেন না অনেকেই। আগামী দিনে হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণ নিয়ে রাজনীতির জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার।












