বাংলা হান্ট ডেস্কঃ চিটফান্ড প্রতারণায় হারানো টাকা উদ্ধারে এবার হাতিয়ার হতে চলেছে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। শুক্রবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) রোজভ্যালি ও অ্যালকেমিস্ট চিটফান্ড মামলার শুনানিতে উঠে এল চাঞ্চল্যকর এই প্রস্তাব। আদালত জানিয়েছে, প্রতারিত আমানতকারীদের টাকা ফেরাতে এবার এআই প্রযুক্তি ব্যবহারের কথা ভাবা হচ্ছে।
চিটফান্ড প্রতারণায় হারানো টাকা উদ্ধারে AI ব্যবহারে আদালতে (Calcutta High Court) শুরু বিতর্ক
কিন্তু এই সিদ্ধান্তের পরেই তৈরি হয়েছে বিতর্ক। আদালতে (Calcutta High Court) প্রশ্ন উঠেছে যে, এই প্রক্রিয়ায় যাঁরা নিযুক্ত হবেন, তাঁদের খরচ বহন করবে কে? রাজ্য সরকার হোক বা কেন্দ্র, কেউই এই দায়িত্ব নিতে রাজি নয়। এই প্রসঙ্গে আদালতস্পষ্ট নির্দেশ দিয়েছে যে, আমানতকারীদের অর্থ থেকে কোনোভাবেই এই ব্যয় মেটানো যাবে না।
প্রসঙ্গত, রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে আগে থেকেই গঠিত হয়েছিল অ্যাসেট ডিসপোজাল কমিটি, যার নেতৃত্বে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠ। এই কমিটিকেই দায়িত্ব দেওয়া হয়েছিল আমানতকারীদের টাকা ফেরানোর। কিন্তু পরবর্তীতে সেই কমিটির বিরুদ্ধেই আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে।
এই অভিযোগের পরেই কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, পুরো ঘটনার ফরেনসিক অডিট করুক সেবি (SEBI)। যদিও সেবির আইনজীবী আদালতে জানান, তাঁদের আইনি অধিকার নেই এই ধরনের অডিট করার।
এই পরিস্থিতিতে শুক্রবার আদালত (Calcutta High Court) ফের জানায় যে, এবার দিলীপ শেঠ কমিটির বিরুদ্ধে তদন্তের দায়িত্ব দেওয়া হতে পারে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG)-কে। CAG এই কাজ করতে পারবে কি না, তা আগামী সপ্তাহে আদালতে জানাতে বলা হয়েছে। এদিকে আদালতে এদিন আরও এক বড় চিটফান্ড সংস্থা অ্যালকেমিস্ট গ্রুপ নিয়েও বিস্ফোরক তথ্য উঠে আসে। অভিযোগ, বাজার থেকে প্রায় ১৩৮৫ কোটি টাকা তোলা হয়েছে প্রতারণার মাধ্যমে, যদিও আদালতে জমা পড়েছে মাত্র আট লক্ষ টাকার আবেদন।

হাই কোর্টের (Calcutta High Court)তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে, অ্যালকেমিস্ট গ্রুপের অধীনে মোট কতগুলি সংস্থা রয়েছে, এবং সেসব সংস্থায় ঠিক কত টাকা লগ্নি করা হয়েছে, তার পূর্ণাঙ্গ হিসেব আদালতে পেশ করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৯ নভেম্বর।













