সরকারি স্কুল সংক্রান্ত তথ্যই নেই রাজ্যের কাছে, হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে সরকার

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে এর আগেও বারবার কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে রাজ্যকে। এবার ফের একবার কলকাতা হাইকোর্টের সমালোচনার মুখে পড়ল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের কাছেই নেই সরকারি স্কুল সংক্রান্ত কোনও রকম তথ্য। একথা শুনেই সরকারের ওপর ক্ষোভ উগরে দেন বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ।

শুভপ্রকাশ লাহিড়ী নামের এক আইনজীবী কিছুদিন আগে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। যার নিরিখে প্রশ্ন তোলা হয়, রাজ্যের অনেক স্কুলেই অতিরিক্ত শিক্ষক রয়েছে, আবার কোথাও কোথাও ন্যুনতম শিক্ষকও নেই। যার জেরে এই স্কুলগুলিতে স্কুলছুটের সংখ্যা বাড়ছে। কিন্তু এই সমস্যা সমাধানে কোন পদক্ষেপ নিচ্ছে না রাজ্য।

এই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজেশ বিন্দোলের ডিভিশন বেঞ্চ সরকারি আইনজীবীর কাছে জানতে চান, রাজ্যের মোট কত স্কুল রয়েছে, সেখানকার ছাত্রছাত্রী সংখ্যা কত এবং শিক্ষক সংখ্যাই বা কত? প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি সরকারি আইনজীবী। বরং তিনি আদালতের কাছে কিছুদিনের সময় চেয়ে নেন। এই কথার পরিপ্রেক্ষিতেই বিচারপতিরা প্রশ্ন করেন, ”এইসব তথ্য দিতে তো এক দিন সময়ই যথেষ্ট। আপনারা কি কোনও তথ্য ছাড়াই স্কুলগুলিকে চালাচ্ছেন?’’

students

যদিও শেষ পর্যন্ত সরকারি আইনজীবীর অনুরোধ মেনে সম্পূর্ণ তথ্য জমা দেবার জন্য একমাসের সময় মঞ্জুর করেছে আদালত। কিন্তু এ বিষয়ে রাজ্য সরকারের সমালোচনা করতে পিছপা হননি বিচারপতিগণ। তাদের দাবি তথ্য দিতে এত সময় লাগবে কেন? রাজ্যের কাছে তো সমস্ত তথ্য তৈরি থাকা উচিত।


Abhirup Das

সম্পর্কিত খবর