SSC মামলায় নতুন মোড়! এই চাকরিপ্রার্থীদের নিয়ে বিরাট সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের

Published on:

Published on:

calcutta high court(79)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ২০১৬ সালের এসএসসির প্যানেলে ওয়েটিং লিস্টে থাকা চাকরপ্রার্থীদের নিয়ে বড় খবর। শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ, ওই পরীক্ষায় ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে (School Service Commission)। এদিন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছেন।

বিরাট সিদ্ধান্ত হাইকোর্টের | Calcutta High Court

২০১৬-র প্যানেলে ওয়েটিং লিস্টে নাম থাকা চাকরিপ্রার্থীরাদের করা মামলা এদিন শুনানির জন্য ওঠে কলকাতা হাইকোর্টে। মামলাকারীদের আইনজীবীর দাবি, ২০১৬ সালের পরীক্ষায় অংশ নিয়েছিলেন তাঁরা। নথি যাচাই হওয়ার পর তাঁদের বয়সসীমা পেরিয়ে গিয়েছে বলে জানানো হয়। আর ইন্টারভিউ নেওয়া হয়নি।

আদালতে মামলাকারীদের দাবি, ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়সজনিত ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে তাঁদের ছাড় দেওয়া হচ্ছে না। এরপরই বিচারপতি সিনহার নির্দেশ, ওই পরীক্ষায় ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নিতে হবে।

আরও পড়ুন: গ্যাস সংযোগ মিলতে দেরি হচ্ছে? উজ্জ্বলা যোজনায় আবেদনের পর কোন ধাপগুলো জরুরি? জানুন

বিচারপতির নির্দেশ, বয়স পেরিয়ে যাওয়ার কারণে যাঁদের ইন্টারভিউতে ডাকা হয়নি, তাঁদের ইন্টারভিউ নিতে হবে এসএসসিকে। শুধুমাত্র মামলাকারী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসএসসিকে ইন্টারভিউয়ের নম্বর মুখবন্ধ খামে আদালতে জমা দিতে হবে। ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করা হবে কি না, সেই বিষয়ে এসএসসিকে সিদ্ধান্তের কথা জানানোর নির্দেশ কমিশনের। হাইকোর্টের নির্দেশ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কমিশন।

Calcutta High Court

উল্লেখ্য, হাইকোর্টের পর গত ৩ এপ্রিল এসএসসি-র ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্টও। যার জেরে প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যায় এক ধাক্কায়। একইসাথে নতুন করে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয় কমিশন। সেই মতোই এগোচ্ছে এসএসসি। এরই মধ্যে নয়া নির্দেশ হাইকোর্টের।