দুটো প্রশ্নের উত্তর দিয়েই ৫০ নম্বর! SS- কে আরও ৪০টি ওএমআর শিট প্রকাশ্যে আনার নির্দেশ

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি ইস্যু! যা নিয়ে রীতিমতো নাজেহাল রাজ্যের শিক্ষা পর্ষদ। আদালতে একের পর এক নথি ফাঁস করছে তদন্তকারী সংস্থা, আর অন্যদিকে আরও বিপাকে জড়াচ্ছে কমিশন। এবার এসএসসিকে ৪০টি ওএমআর শিট (OMR Sheet) সামনে আনার নির্দেশ দিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)।

পরীক্ষায় মাত্র দুটো প্রশ্নের উত্তর দিয়েই মিলেছে ৫০ নম্বর! মঙ্গলবার নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় স্কুল সার্ভিস কমিশনকে নয়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ৪০টি ওএমআর শিটের (উত্তরপত্র) নমুনা নাম, রোল নম্বর-সহ বিস্তারিত প্রকাশ করতে হবে এসএসসিকে। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এক সপ্তাহের।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, সোমবার সিবিআইয়ের (CBI) তরফে আদালতে জানানো হয় গাজিয়াবাদের সার্ভার থেকে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার বেশ কিছু উত্তরপত্র বা ওএমআর শিট উদ্ধার হয়েছে। উত্তরপত্রগুলি যাচাই করে দেখা গিয়েছে, সেখানে এমন অনেকে আছেন যারা ওএমআর শিটে মাত্র একটি বা দু’টি প্রশ্নের উত্তর দিয়েছেন। কিন্তু নম্বর পেয়েছেন ৫০-এর বেশি! সিবিআই তরফে আরও দাবি করা হয়, এসএসসি-র ওই হার্ড ডিস্ক তদন্তের মোড় ঘুরিয়ে দেবে।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, সিবিআই এর দাবির প্রেক্ষিতে এসএসসি-র উদ্দেশ্যে হাই কোর্ট মন্তব্য করে, ‘‘জল থেকে কাদা সরিয়ে জলটাকে স্বচ্ছ করুন।’’ আদালতের পর্যবেক্ষণ, এই শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তপ্রক্রিয়া অনেকটা পথ পেরিয়ে এসেছে। এখন যে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন, তারা শুধু বিচারের আশায় সময় গুনছেন। আদালত বলে, ‘‘তারা (বঞ্চিত চাকরিপ্রার্থী) জানতে চান না সিবিআই কী করল, স্কুল সার্ভিস কমিশন কী করল, তারা চান নিয়োগের বিষয়ে কী হল।’’

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, আগামী এক সপ্তাহের ৪০ জনের ওএমআর শিট প্রকাশ করতে হবে কমিশনকে। যাদের নাম প্রকাশ করা হবে, তারা চাইলে মামলা লড়তে পারেন। সে বিষয়েও বেধে দেওয়া হয়েছে সময়সীমা। মামলার জন্য সময় দেওয়া হয়েছে ১৬ ডিসেম্বর পর্যন্ত। বিচারপতি আরও জানান, লিখিত আকারে নিজেদের বক্তব্য জানাতে পারবেন ওই ৪০ জন। প্রয়োজনে তাদেরও সংশ্লিষ্ট মামলায় যুক্ত করা হবে।

abhijeet gangopadhya

প্রসঙ্গত, কয়েক জনকে অস্বচ্ছ ভাবে নিয়োগ করা হয়েছে বলে আদালতে কার্যত স্বীকার করে নিয়েছে এসএসসি। অন্য দিকে, সিবিআই সূত্রে দাবি, প্রায় ২১ হাজার পদে নিয়োগে দুর্নীতি হয়েছে বলে তারা প্রমাণ পেয়েছে। সব মিলিয়ে ক্রমশ্যই জোরালো হচ্ছে নিয়োগ রহস্য। এদিন হাই কোর্টের দেওয়া নির্দেশর পর এই মামলার জল পরবর্তীতে কোন দিকে গড়ায় সেটাই এবার দেখার বিষয়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর