গরিবের স্বার্থে তৈরি আইনকে অপব্যবহার? মাতুয়াদের মামলা খারিজ করে কড়া বার্তা দিল হাইকোর্ট

Published on:

Published on:

Calcutta High Court dismisses Matua PIL citing misuse of public interest litigation

বাংলা হান্ট ডেস্কঃ রাজনৈতিক উদ্দেশ্যে জনস্বার্থ মামলা (PIL) ব্যবহার করা যাবে না। সম্প্রতি এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। গরিব ও বঞ্চিতদের সুরক্ষার জন্য তৈরি হওয়া এই আইনি ব্যবস্থাকে অপব্যবহার করলে এর মূল উদ্দেশ্য নষ্ট হবে। মতুয়াদের দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে আদালত এই বিষয়টি স্পষ্ট করেছে।

নকল শংসাপত্র নিয়ে চাকরির সুযোগ নেওয়া হয়েছে বলে দাবি

‘অল ইন্ডিয়া মতুয়া সঙ্ঘ’-এর তরফে অভিযোগ করা হয়েছিল, দীর্ঘ পনেরো বছর ধরে বেআইনি ভাবে ভুয়ো তপশিলি জাতি (SC) ও তপশিলি জনজাতি (ST) শংসাপত্র দেওয়া হচ্ছে। এমনকি কয়েকজন শিক্ষকও নকল শংসাপত্র পেয়ে চাকরির সুযোগ নিয়েছেন বলে দাবি তোলা হয়। মামলা করে তারা সার্টিফিকেট বাতিল ও সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল।

রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য জনস্বার্থ মামলা ব্যবহারযোগ্য নয়, জানাল‌ আদালত (Calcutta High Court)

শুনানিতে আদালত (Calcutta High Court) জানায়, জনস্বার্থ মামলা রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহারযোগ্য নয়। মামলাকারীদের মধ্যে কয়েকজন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকায় মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলা হয়। বিচারপতি সুজয় পালের বেঞ্চের মন্তব্য নির্দিষ্ট আইনি পথে সার্টিফিকেট বাতিলের ব্যবস্থা রয়েছে, তাই সেটি মেনে চলাই উচিত।

রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, যদি কোনও সার্টিফিকেট জালিয়াতি করে বা ভুল তথ্য দিয়ে সংগ্রহ করা হয়ে থাকে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটি বাতিল করতে পারেন। ইতিমধ্যেই মহকুমাশাসকের কাছে এই নিয়ে অভিযোগ জমা পড়েছে এবং তিনি তদন্ত শুরু করেছেন। তাই আদালতে আলাদা করে জনস্বার্থ মামলা টিকবে না।

Calcutta High Court dismisses Matua PIL citing misuse of public interest litigation

আরও পড়ুনঃ বিধায়কের গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু, ‘ব্রেকডাউন হয়েছিল’, জানালেন শওকত

মামলা খারিজ করে হাইকোর্ট (Calcutta High Court) জানাল, জনস্বার্থ মামলা সাধারণ মানুষের স্বার্থে লড়াইয়ের জায়গা, রাজনৈতিক কৌশলের হাতিয়ার নয়। ফলে ভুয়ো শংসাপত্র বিতর্ক নিয়ে আইনি প্রক্রিয়াতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।