বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি বিজেপির (Bharatiya Janata Party) ‘নবান্ন অভিযান’ ঘিরে গোটা বাংলা জুড়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। সেই অভিযানের বিরোধিতা এবং তার কারণে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। এদিন সেই মামলাটি অবশেষে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
এদিন আদালতের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ আইনজীবী রমাপ্রসাদ সরকারের আনা মামলাটি খারিজ করে দেন।
উল্লেখ্য, সম্প্রতি তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে নবান্ন অভিযানের ডাক দেয় বিজেপি। পরবর্তীতে এই অভিযানকে কেন্দ্র করে বাংলার বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলার ছবি ধরা পড়ে। কোথাও তৃণমূল কাউন্সিলরকে মারধর করার অভিযোগ ওঠে বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে, আবার অন্য প্রান্তে বহু বিজেপি সমর্থকদের আটক করে পুলিশ।
শুধু তাই নয়, এক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে লকেট চট্টোপাধ্যায়দেরও আটক করা হয়। পরবর্তীতে রাজ্য পুলিশের একাধিক কর্মীকে মারধর করার পাশাপাশি পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে, যা নিয়ে সরগরম হয়ে ওঠে বঙ্গ রাজনীতি।
এই ইস্যুকে সামনে এনে সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। এদিন সেই মামলাটিই খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।
এদিন আদালতের নিকট রমাপ্রসাদ সরকার বলেন, “বিজেপির নবান্ন অভিযান কর্মসূচির ফলে সাধারণ মানুষরা একের পর এক ভোগান্তির শিকার হয়েছেন। এছাড়াও বহু সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। এর ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হোক।” যদিও পরবর্তীতে রায়দানের মাধ্যমে জনস্বার্থ মামলাটি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট।