‘মঙ্গলবার পর্যন্ত সময় তারপরই…’, নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্যসচিবকে ডেডলাইন হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্ক: ফের আদালতের প্রশ্নের মুখে রাজ্যের মুখ্যসচিব। আগেই নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) মুখ্যসচিবকে (Chief secretary of west bengal) ৩ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এবার বাড়ানো হল সময়সীমা। বুধবার আদালত জানিয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত মুখ্যসচিব বিপি গোপালিককে সময় দেওয়া হল। এর মধ্যেও নির্দেশ পালিত না হলে তাকে সশরীরে হাজিরা দিতে হবে বলেও জানিয়ে দিয়েছে আদালত।

আগেই নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করার রাজ্যের কাছে অনুমোদন চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই মামলার আগের শুনানিতে সিবিআই আদালতে জানায় এখনও পর্যন্ত তারা কোনও অনুমোদন পায়নি। তাই বিচারপ্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। এরপরই রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ।

শুধু তাই নয়, গত ২২ মার্চ অনুমতি দেওয়া বা না দেওয়া নিয়ে তিনি কী ভাবছেন তা মুখ্যসচিবকে জানাতে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কতদিন সময় লাগবে তা জানতেই চেয়ে রিপোর্ট চেয়েছিল আদালত। এরপর গত ২৬ মার্চ ওই নির্দেশনামা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে এখনও পর্যন্ত মুখ্যসচিবের কাছ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি বলে জানানো হয়।

বুধবার বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। সব শুনে রাজ্যের ভূমিকায় উষ্মাপ্রকাশ করেন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। এরপরই রাজ্যের আইনজীবীকে বুধবার দুপুর ২টোয় আদালতে হাজির হওয়ার জন্য নোটিস দেন বিচারপতিরা। নির্দেশ মতো আদালতে উপস্থিত হয়ে সরকারি আইনজীবী জানান, মুখ্যসচিব বর্তমানে নির্বাচনের কাজে ব্যস্ত রয়েছেন।

high court

আরও পড়ুন: যোগ্যদের নিয়োগ আটকে রাখা যাবে না! কোন জেলায় কত পদ খালি? জানতে চাইল হাই কোর্ট

সব শুনে বিচারপতি বাগচীর পর্যবেক্ষণ, গত দেড় বছর ধরে মুখ্যসচিব এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেননি। নির্বাচন তো কিছুদিন আগে ঘোষণা হয়েছে। এরপরই বিচারপতি বলেন মুখ্যসচিব বিপি গোপালিককে আগামী মঙ্গলবার পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। তার মধ্যে উনি রিপোর্ট জমা দিতে না পারলে তাকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হবে। কী কারণে বিলম্ব, সরকারি আধিকারিকদের বিচারের অনুমোদন দেওয়ার ব্যাপারে সরকারের অবস্থান কী, এসব জানিয়ে রাজ্যের মুখ্যসচিবকে বিপি গোপালিকাকে দিতে হবে বলো জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর