‘গণ্ডগোল হলে কি দুর্গাপুজোই বন্ধ করে দেব?’ রামনবমীর মিছিল নিয়ে বড় নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ৬ এপ্রিল রামনবমী (Ram Navami)। তার আগে বহু জায়গায় মিছিল নিয়ে টানাপড়েন দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে জল গড়িয়েছে আদালত অবধি। এবার যেমন একটি মামলায় রামনবমীর মিছিলে অনুমতি দিয়ে বড় মন্তব্য করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ‘দুর্গাপুজোয় কোথাও গণ্ডগোল হলে কি দুর্গাপুজোই বন্ধ করে দেব?’ প্রশ্ন তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh)।

কোথায় রামনবমীর মিছিলে সায় দিল হাইকোর্ট (Calcutta High Court)?

আগামী ৬ এপ্রিল রামনবমী। সেদিন হাওড়ায় মিছিল বের করায় সায় দিল উচ্চ আদালত। তবে একাধিক শর্ত বেঁধে দিয়েছেন বিচারপতি ঘোষ। সেদিন সকাল ৮:৩০ থেকে দুপুর ১টা অবধি মিছিল করবে অঞ্জনী পুত্র সেনা। এরপর বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা অবধি হবে বিশ্ব হিন্দু পরিষদের মিছিল। দু’টি সংগঠনের ৫০০ জন করে মোট ১০০০ জন লোক নিয়ে মিছিল করা যাবে। প্রত্যেকের কাছে থাকতে হবে পরিচয়পত্র।

এছাড়াও হাইকোর্ট (Calcutta High Court) জানিয়েছে, ধাতুর বানানো কোনও হাতিয়ার নিয়ে রামনবমীর মিছিল করা যাবে না। তবে পিভিসি দিয়ে তৈরি কোনও ধর্মীয় প্রতীক নিয়ে মিছিলে বেরোতে অসুবিধা নেই। আদালত স্পষ্ট জানিয়েছে, ৫০০ জনের বেশি লোক আনতে পারবে না কোনও সংগঠন।

আরও পড়ুনঃ নম্বর কমল পরিণীতার! TRP তালিকায় ছক্কা হাঁকাল পরশুরাম! হাড্ডাহাড্ডি লড়াইয়ে বেঙ্গল টপার হল কে?

রামনবমীর মিছিলে (Ram Navami Rally) এদিন অনুমতি দিলেও বিচারপতি ঘোষ বলেন, ‘আমি থামালে সবাইকে থামাব। কেবলমাত্র রাজনৈতিক দল নয়। আমি সিবিআই দিলে আগে পুলিশের তদন্ত দেখি। তাই সবাইকে থামাব’। এদিন আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা নিয়েও কথা বলেন তিনি।

জাস্টিস ঘোষ বলেন, ‘এর আগে বাঁকুড়ায় অনুমতি দিয়েছিলাম। তবে সেটা আলাদা ইস্যু ছিল। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর অনুমতি দেব না। পুলিশের অবশ্যই ক্ষমতা রয়েছে। তবে সেই ক্ষমতা থাকা আর প্রয়োগের মধ্যে আকাশ পাতাল তফাৎ’।

Calcutta High Court

হাইকোর্টের বিচারপতি এদিন বলেন, ২০২২ সালের পর ‘ভায়োলেশন’ আরও কমেছে। হিংসা আরও কমবে বলে আশা করা হচ্ছে। এরপর তিনি দুর্গাপুজোর প্রসঙ্গও টেনে আনেন। জাস্টিস ঘোষ বলেন, ‘দুর্গাপুজোয় কোথাও গণ্ডগোল হলে কি দুর্গাপুজোটাই বন্ধ করে দেব?’

জানা যাচ্ছে, অঞ্জনী পুত্র সেনা ও বিশ্ব হিন্দু পরিষদ যে রুটে মিছিল করতে চেয়েছিল সেটা রাজ্যের তরফ থেকে বদলে দেওয়া হয়। তবে ওই দুই সংগঠন আগের রুটেই মিছিল করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়। পাল্টা হাওড়ার সংশ্লিষ্ট এলাকায় মিটিং-মিছিল নিয়ে টানাপড়েন নিয়ে সেখানকার বাসিন্দারাও আদালতে আসেন।

আরও পড়ুনঃ বাতিল হয়েছে ২৬,০০০ চাকরি! ‘৩ মাসের মধ্যে নিয়োগ সম্ভব নয়’! জানিয়ে দিলেন SSC চেয়ারম্যান

এদিন এজি কিশোর দত্ত মিছিলের রুট পরিবর্তন না করলেও একটি সংগঠনকে সকালে ও আরেকটি সংগঠনকে বিকেলে মিছিল করার অনুমতি দেওয়ার পক্ষে সওয়াল করেন। সব পক্ষের সওয়াল জবাব শোনার পর সেই দাবি মেনে নেন বিচারপতি ঘোষ। হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মতো রামনবমীর দিন সকালে হাওড়ার ওই এলাকায় মিছিল করবে অঞ্জনী পুত্র সেনা ও বিকেলে বেরোবে বিশ্ব হিন্দু পরিষদ।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X