জিতে গেল BJP, সিঙ্গেল বেঞ্চের পর এবার ডিভিশন বেঞ্চেও ধাক্কা মমতা সরকারের, কোন মামলায়?

বাংলা হান্ট ডেস্কঃ সিঙ্গেল বেঞ্চের পর এবার ডিভিশন বেঞ্চেও ধাক্কা রাজ্য সরকারের (West Bengal State Government)। চিড়িয়াখানার বাণিজ্যিকীকরণের প্রতিবাদে বিজেপির মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার উচ্চ আদালত জানিয়েছে মিছিলে উপস্থিত থাকতে পারবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোনো বাধা নেই তাতে।

রাজ্য তরফে অনুমতি না মেলায় বুধবারই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা উঠলে তাতে শর্তসাপেক্ষ অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। সময় বেঁধে দিয়ে বিচারপতির নির্দেশ ছিল, রবীন্দ্র সদন থেকে জাতীয় গ্রন্থাগার পর্যন্ত দুপুর ১২ টা থেকে ৩ টে পর্যন্ত মিছিল করা যাবে। ১০০০ লোক মিছিলে উপস্থিত থাকতে পারবেন।

এদিকে একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। বৃহস্পতিবার সেই মামলা আদালতে উঠলে সিঙ্গেল বেঞ্চের রায়ই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। তবে দেওয়া হয়েছে একাধিক শর্ত। বলা হয়েছে, যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় সেই দিকটা দেখতে হবে। যারা হাসপাতালে যাবেন, তাদের জন্য জায়গা করে দিতে হবে।

মিছিল থেকে কোনও উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না বলে জানিয়েছে আদালত। এদিন আদালতে রাজ্যের হয়ে জোর সওয়াল করেন আইনজীবী। বলেন, চিড়িয়াখানার বাণিজ্যিকীকরণ মানে কী, সেটা বোঝা যাচ্ছে না। এমনকি যারা মামলা করেছে, তারাও এটা জানে কি না তা নিয়ে ধন্দ রয়েছে।

Calcutta High Court

আরও পড়ুন: সঞ্জয়ের ফাঁসি চায় CBI! আরজি কর মামলার রায়দান কবে? দিনক্ষণ কবে ঘোষণা করবে আদালত

আদালতে রাজ্যের আইনজীবীর দাবি, সবকিছু নিয়ে তো প্রতিবাদ করা যায়না। হাইকোর্টের রঙ কেন লাল করা হবে তা নিয়েও কি প্রতিবাদ করা যায়? নিজেদের অসুবিধার কথা জানিয়ে তিনি আইনজীবী বলেন, এই সময় গঙ্গাসাগর মেলা চলছে। পুলিশ কর্মীদের সেখানে থাকতে হবে। এই সময় শহরের বুকে এরম মিছিল হলে সমস্যা বাড়বে। এভাবে চলতে থাকলে পুলিশের নিয়ন্ত্রণ ক্ষমতাই একসময় বিলুপ্ত হয়ে যাবে বলে আদালতে সওয়াল করেন রাজ্যের আইনজীবী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর