বাংলা হান্ট ডেস্কঃ সোমবার সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) বাংলায় নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মমতা সরকার (WB Government)। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের পরই তোলপাড় রাজনৈতিক থেকে বিনোদন জগৎ। বিভিন্ন মহল থেকে চর্চা, নিন্দা, সমালোচনার পর এবার জল গড়ালো আদালত পর্যন্ত।
সূত্রের খবর, বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার জেরে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দুটি জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন জমা হয়েছে। সিংহবাহিনীর পক্ষ থেকে সংগঠনের সভাপতি দেবদত্ত মাঝি মামলা করেন। এরপরই মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
মামলাকারীর আইনজীবী আদালতে জানিয়েছেন, সেন্সর বোর্ড অনুমতি দেওয়ার পর এইভাবে বিজ্ঞপ্তি জারি করে সিনেমা বন্ধ করা যায় না। রাজ্য সরকারের এই নির্দেশ বাকস্বাধীনতায় হস্তক্ষেপ বলেও উল্লেখ করেন মামলাকারীর আইনজীবী।
কেরলের ভিন ধর্মাবলম্বী, মূলত হিন্দু ও খ্রিস্টান মেয়েদের ইসলামে ধর্মান্তরিত করে জঙ্গি গোষ্ঠী আইসিস-এ কিভাবে যোগদান করানো হয় তার ওপর ভিত্তি করেই ছবির কাহিনি লেখা হয়েছে। এই ছবি দেখানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকেই শোরগোল রাজ্যজুড়ে।
এরই মধ্যে রাজ্যের বিজ্ঞপ্তি খারিজের আবেদন জানানো হয়েছে। আদালতে দ্রুত এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। জানিয়ে রাখি, গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গই প্রথম রাজ্য যেখানে সরকারের তরফে ছবিটি নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে, ফিল্ম ব্যান করা নিয়ে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ছবির নির্মাতারা। আগামী ১২ মে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে।