অবশেষে ‘হ্যাঁ’! কলকাতা হাইকোর্টের এক রায়ে আনন্দে আত্মহারা কুণাল ঘোষ

বাংলা হান্ট ডেস্কঃ আগামী ১২ সেপ্টেম্বর স্পেনে (Spain) যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার সঙ্গে সেই সফরের সঙ্গী হতে চেয়ে সম্প্রতি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল মুখপাত্র তথা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। এই সেই আরজিতে সাড়া দিল আদালত।

আগামী ১২ ই সেপ্টেম্বর থেকে ২৩ শে সেপ্টেম্বর স্পেনে যাওয়ার জন্য অনুমতি দিলেন হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।
মুখপাত্রের বিদেশ যাত্রায় অনুমতি দিয়ে কলকাতা হাইকোর্ট জানায়, বিদেশ যাত্রার অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে।

   

এরপরেই ডিভিশন বেঞ্চ জানায়, রাজ্যের প্রতিনিধি দলের সদস্য হয়ে স্পেনের বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ একজন অভিযুক্ত, কিন্তু তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। তাই তার বিদেশ যাত্রা আটকানো যায় না বলে এদিন মন্তব্য করেন বিচারপতি।

আরও পড়ুন: BJP, কংগ্রেস তো চুনোপুটি! সম্পত্তি বৃদ্ধির হারে ১ নম্বরে তৃণমূল, হিসেব দেখে চমকে যাবেন

সিবিআই নেতার বিদেশ যাত্রার বিরোধীতা করলেও বিদেশে গেলে তদন্ত কোনভাবে ক্ষতিগ্রস্ত হবে তার স্বপক্ষে কোনও তথ্য পেশ করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার নেতার আবেদন মঞ্জুর করল আদালত।

high court

আরও পড়ুন: ৯ বছরে নেননি একটিও ছুটি! কাজ পাগল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই RTI রিপোর্ট চমকে দেবে

প্রসঙ্গত পূর্বেও কুণাল ঘোষ সিঙ্গাপুরে গিয়েছেন, এবং আইন মোতাবেক ফেরত এসেছেন, আইন ভঙ্গের কোন অভিযোগ তার বিরুদ্ধে ওঠেনি। এই প্রসঙ্গও আজ আদালতে ওঠে। সবদিক বিবেচনা করে পাঁচ লক্ষ টাকার বন্ডে বিদেশ যাত্রার অনুমতি পেলেন তৃণমূল মুখপাত্র। আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে নেতাকে ফের পাসপোর্ট ফেরত দিতে হবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর