বাংলা হান্ট ডেস্কঃ বাংলার পরিযায়ী শ্রমিককে ভিন রাজ্যে ‘হেনস্থার’ অভিযোগে বর্তমানে তোলপাড় জাতীয় রাজনীতি। সম্প্রতি রাজধানী দিল্লি থেকে বাংলার ৬ পরিযায়ী শ্রমিককে (Migrant Worker Case) বাংলাদেশে পাঠানোর অভিযোগ উঠেছিল। সেই ইস্যুতে জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। বুধবার ওই মামলার শুনানিতে এজলাসে উপস্থিত কেন্দ্রীয় আইনজীবীকে রীতিমতো ভর্ৎসনা করলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী।
কেন্দ্রের ভূমিকায় বিরক্ত হাইকোর্ট | Calcutta High Court
এদিন কেন্দ্রীয় আইনজীবীর বক্তব্যে চরম ক্ষুব্ধ হন বিচারপতি। এর আগে বীরভূমের ছয় পরিযায়ী শ্রমিককে দিল্লি থেকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ সম্পর্কিত এই মামলায় পশ্চিমবঙ্গ সরকার ও দিল্লি সরকারের মুখ্য সচিবকে পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ দুই রাজ্যের সরকারকে পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল। এদিন ওই মামলার শুনানিতে নথি দেখতে চায় আদালত। তবে কেন্দ্রের আইনজীবী তা দেখাতে পারেননি। এতেই ক্ষুব্ধ হন বিচারপতি।
কেন্দ্রের আইনজীবী আদালতে জানান, দিল্লি থেকে আসা অফিসারেরা সমস্ত অরিজিনাল নথি নিয়ে দিল্লি ফিরে গিয়েছেন। এতেই ক্ষুব্ধ হন বিচারপতি। রীতিমতো বিরক্ত হয়ে বিচারপতি বলেন, “ফিরিয়ে আনা মানে? একদিন আদালত খোলা ছিল না তাই সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে চলে গেল?”
ক্ষুব্ধ বিচারপতির মন্তব্য, “আপনাদের অফিসাররা খুব ব্যস্ত তাই না? এখানে যাঁরা চেয়ারে বসে আছেন তাঁদের তো কোনও কাজ নেই?” আদালতের কাছে সময় চান কেন্দ্রের আইনজীবী। পরবর্তী শুনানি আগামী সোমবার, দুপুর দুটোর করার আর্জি জানানো হয়।
আরও পড়ুন: বেঙ্গালুরু থেকে ভারতে হামলার ছক! পুলিশের জালে আল-কায়েদার মহিলা জঙ্গি, কিভাবে নাগাল পেল পুলিশ?
আইনজীবীর আবেদনে পাল্টা বিচারপতির প্রশ্ন, আগামী সোমবার আপনি সমস্ত ডকুমেন্ট নিয়ে আসতে পারবেন তো? কোন অ্যাডজর্নমেন্ট দেওয়া হবে না কিন্তু।” তাতে সম্মতি জানালে আগামী সোমবার দুপুর দুটোয় মামলার শুনানির দিন ধার্য করেছে আদালত।