শুভেন্দুকে বড় অনুমতি দিয়ে দিল হাইকোর্ট! তবে রয়েছে একাধিক শর্তও

Published on:

Published on:

suvendu adhikari(2)

বছর ঘুরলেই বিধানসভা ভোটে। আর তার আগে রোহিঙ্গা ইস্যুতে (Rohingya issue) উত্তাল রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রীর সহায়তায় রোহিঙ্গাদের আশ্রয়স্থল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ, এমনই অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। এই আবহে পূর্ব মেদিনীপুরের দিঘায় রোহিঙ্গা ইস্যুতে মিছিল করবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শুভেন্দুকে শর্ত বেঁধে অনুমতি দিল আদালত | Suvendu Adhikari

সেই মিছিলের অনুমতি প্রশাসন দেবে কী না সেই নিয়ে জলঘোলা হতে শুরু করলে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুভেন্দুর আবেদন সংক্রান্ত মামলার শুনানি ছিল। বিরোধী দলনেতার আর্জি মঞ্জুর করে আদালত। তবে মিছিলের অনুমতি মিললেও একাধিক শর্ত আরোপ করা হয়েছে।

আদালতের স্পষ্ট নির্দেশ, দিঘা বাইপাসে অবস্থিত বিবেকানন্দের মূর্তির সামনে থেকে মিছিল শুরু করে শেষ করতে হবে দিঘা যুব আবাস পর্যন্ত। কত সংখ্যক লোক মিছিলে অংশগ্রহণ করতে পারবে তাও জানিয়ে দিয়েছেন বিচারপতি। হাইকোর্টের নির্দেশ, মিছিলে সর্বাধিক ২ হাজার লোক অংশ নিতে পারবেন। এর বেশি লোক যাতে কোনও অবস্থাতেই মিছিলে না থাকেন সেই দিকে লক্ষ্য রাখার কথা বলা হয়েছে।

মিছিলের সময়ও বেঁধে দিয়েছেন বিচারপতি। হাইকোর্ট জানিয়েছে, সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু করে রাত সাড়ে নটার মধ্যে মিছিল করতে হবে। জানা যাচ্ছেবিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিল হবে। রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলতেই এই মিছিল করছেন শুভেন্দু।

উল্লেখ্য সম্প্রতি, সাংবাদিক বৈঠক থেকে রোহিঙ্গা ইস্যুতে মুখ্যমন্ত্রীকে অতীত মনে করিয়ে শুভেন্দু বলেছিলেন, “এই মমতা বন্দ্যোপাধ্যায়ই ২০১৭ সালে টুইটে পোস্ট করেছিলেন, যে মানবিক কারণে রোহিঙ্গাদের পাশে আমি আছি। তিনি আমন্ত্রণ করেছেন। গোটা দেশে ছড়িয়ে দিয়েছেন। ”

Calcutta High Court

আরও পড়ুন: প্রথমেই উঠবে অবমাননার বিষয়! DA মামলার শুনানির আগেই বড় আপডেট, চাপে রাজ্য সরকার

শুভেন্দুর দাবি, রাজ্যে অবৈধ রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে প্রশাসন। অনুপ্রবেশ ইস্যু শুধুমাত্র আইনশৃঙ্খলার ক্ষেত্রে নয়, জাতীয় নিরাপত্তার দিক থেকেও বিপজ্জনক হয়ে উঠেছে বলে মত শুভেন্দুর। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কাছে রোহিঙ্গাদের চিহ্নিত করে কাঁটাতারের ওপারে ছুঁড়ে ফেলার আবেদনও করেন শুভেন্দু।