রাজ্যের আপত্তি উড়িয়ে শুভেন্দুর আর্জিতে সায়, কি নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট?

Published on:

Published on:

calcutta high court(56)

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে এসআইআর (SIR) ঘোষণা হওয়ার পর থেকেই তুঙ্গে রাজনৈতিক তরজা। শাসকদল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) দাবি, SIR আতঙ্কে এখনও পর্যন্ত বাংলায় পাঁচজন আত্মঘাতী হয়েছেন। সেই তালিকাতেই প্রথমে রয়েছেন পানিহাটির প্রদীপ কর। প্রদীপ করের মৃত্যু ও ‘সুইসাইড নোট’ সামনে রেখে ‘জাস্টিস ফর প্রদীপ কর’ স্লোগান তুলেছে তৃণমূল। এদিকে এই সবকিছুকে ‘ফলস কেস’ দাবি করে পাল্টা আসরে বিজেপি (BJP)।

বিজেপির মিছিলে অনুমতি হাইকোর্টের | Calcutta High Court

এই অবস্থায় ‘আত্মঘাতী’ প্রদীপ করের পানিহাটি থেকেই মিছিল করতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে পুলিস সেই অনুমতি না দেওয়ায় হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন বিরোধী দলনেতা। আর সেখানেই মিলল জয়। শুভেন্দু অধিকারীর মিছিলে অনুমতি হাইকোর্টের। আগামীকাল সোদপুর থেকে আগারপাড়া পর্যন্ত মিছিল। একাধিক শর্তও বেঁধে দিয়েছে হাইকোর্ট।

রাজ্যের আপত্তি উড়িয়ে মঙ্গলবার সোদপুর থেকে আগরপাড়া তেঁতুল তলা বাস স্টপ পর্যন্ত বিজেপিকে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। তবে, আদালত স্পষ্ট করে দিয়েছে, বিকাল ৩ টে থেকে সন্ধে ৫ টা পর্যন্ত মিছিল করা যাবে। মিছিল শেষে, সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারবেন বিরোধী দলনেতা।

হাইকোর্টের শর্ত, ১০০০ লোক নিয়ে মিছিল করা যাবে। মিছিলের জেরে সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে আয়োজকদের। পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার নির্দেশ।

উল্লেখ্য, বছর আটান্নর প্রদীপ কর আত্মহত্যা করার আগে একটি ‘সুইসাইড নোট’ রেখে গিয়েছিলেন। যেখানে বলা হয় এসআইআর ও এনআরসি আতঙ্কেই তাঁর আত্মহত্যা। যদিও সেই নোটের হাতের লেখা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিম। পরিবারের তরফে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে।

Calcutta High Court

আরও পড়ুন: ‘ঘরের ছেলে ঘরে ফিরল’, তৃণমূলে শোভন-বৈশাখী, ঘর ওয়াপসিতে আবেগঘন প্রাক্তন মেয়র

পাল্টা বিজেপির দাবি, সবটাই সাজানো। ২০০২ সালের ভোটার লিস্টে নাম রয়েছে প্রদীপ করের, তাহলে অকারণে তিনি কেন আত্মঘাতী হতে যাবেন? বিজেপির দাবি, এসআইআর নিয়ে এনআরসি আতঙ্ক তৈরি করছে তৃণমূল। এসআইআর আদতে ঘুরপথে এনআরসি, মুখ্যমন্ত্রীর এই দাবিতেই মানুষ বিভ্রান্ত হচ্ছে। এই ইস্যুতে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার ‘আত্মঘাতী’ প্রদীপ করের পানিহাটি থেকেই মিছিল করবেন শুভেন্দু অধিকারী।