বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে SIR নিয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। তারই মধ্যেই কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল আদালত। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল জানিয়ে দিয়েছেন, একই ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকায় এই মুহূর্তে হাই কোর্ট কোনো হস্তক্ষেপ করবে না। তাই জনস্বার্থ মামলাটি অনির্দিষ্টকালের জন্য মুলতুবি রাখা হল।
কী নিয়ে জনস্বার্থ মামলা হয়েছে হাই কোর্টে (Calcutta High Court)?
এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশন কাজ এত বেশি যে তা সামলানো অসম্ভব হয়ে পড়েছে। অতিরিক্ত কাজের চাপেই রাজ্যে ২ জন BLO আত্মঘাতী হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। এই নিয়েই কার্যত মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)।
কিন্তু এই মামলায় হাই কোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত বিচারপতি সুজয় পাল স্পষ্ট বলেন, সুপ্রিম কোর্ট এই বিষয়ে যে পরবর্তী নির্দেশ দেবে, তার ভিত্তিতেই হাইকোর্টে মামলার ভবিষ্যৎ নির্ধারিত হবে। অর্থাৎ SIR সংক্রান্ত এই পিআইএল ফের কবে শুনানি শুরু হবে, তা এখন পুরোপুরি নির্ভর করছে দেশের সর্বোচ্চ আদালতের ওপর।
এই পটভূমিতে সম্প্রতি কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। মামলার আবেদনে বলা হয়—
- আদালতের নজরদারিতে ভোটার তালিকার বিশেষ সংশোধন করা হোক।
- কেন SIR প্রয়োজন তা কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট করতে হবে।
- ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করা হোক।
- SIR এর সময়সীমা বাড়ানো হোক।

আরও পড়ুনঃ ডিজিটাইজেশন মাত্র ৪৯%! ফর্ম ফিলআপ করলেই কি নিরাপদ নাম? জানুন কারা বাদ পড়বেন
মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আদালতে (Calcutta High Court) বলেন, “নির্বাচন কমিশন তাদের ক্ষমতা অনুযায়ী কাজ করেছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর বাগযুদ্ধে মানুষ আতঙ্কিত হচ্ছে। আমাদের লক্ষ্য মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা।” রাজনৈতিক মহলে SIR নিয়ে উত্তেজনা যেভাবে বাড়ছে, ঠিক সেই আবহেই আদালতের এই সিদ্ধান্ত আরও গুরুত্ব পেল। এখন সবার নজর সুপ্রিম কোর্টের পরবর্তী রায়ের দিকে।












