হইচইয়ে থমকে গেল শুনানি, ‘কিচ্ছু শুনতে পাচ্ছি না’ বলে এজলাস ছাড়লেন বিচারপতি ঘোষ, কোন মামলায়?

Published on:

Published on:

Calcutta High Court Hearing Disrupted during I-Pac case
Follow

বাংলা হান্ট ডেস্কঃ প্রতীক জৈনের বাড়িতে ED-র তল্লাশি ঘিরে এবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) গড়াল মামলা। ইডির অভিযোগ, তল্লাশির সময় সেখানে থাকা পুলিশ আধিকারিকরা খুব বেশি সক্রিয় ছিলেন। এর ফলে তদন্তের কাজে সমস্যা হয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা। এই অভিযোগ নিয়েই শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানি শুরু হয়। তবে আদালতে ভিড় ও হইচইয়ের কারণে শেষ পর্যন্ত শুনানি বন্ধ করে দিতে হয়।

শুনানির শুরু থেকে কী কী হল হাইকোর্টে (Calcutta High Court) জানুন…

দুপুর ২টো ১০ মিনিট : বিচারপতি শুভ্রা ঘোষ এজলাসে প্রবেশ করেন। মামলাটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বোঝা যায়, এটি একটি হাইভোলটেজ মামলা।

দুপুর ২টো ১১ মিনিট : মামলা ঘিরে আদালতে ভিড় আরও বাড়তে থাকে। উল্লেখযোগ্যভাবে, প্রায় তেরো বছর পর রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এজলাসে উপস্থিত হয়ে মামলার শুনানি দেখেন।

দুপুর ২টো ২৫ মিনিট : এজলাসের ভিড় নিয়ন্ত্রণের জন্য আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার বন্ধু আইনজীবী, ইন্টার্ন সবাইকে অনুরোধ করছি এজলাস খালি করুন।”

দুপুর ২টো ২৬ মিনিট : ভিড় কমতে না দেখে বিচারপতি শুভ্রা ঘোষ কড়া মন্তব্য করেন। তিনি বলেন, “এজলাস খালি করুন। কিছু শুনতে পারছি না। নাহলে আমি উঠে যাচ্ছি।”

দুপুর ২টো ৩২ মিনিট : এজলাসে প্রবেশ ও বেরোনো নিয়ে তুমুল বাগবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে বিচারপতি এজলাস খালি করার নির্দেশ দেন।

দুপুর ২টো ৩৮ মিনিট : বারবার নির্দেশ দেওয়ার পরও এজলাসে হইচই বন্ধ না হওয়ায় বিচারপতি লিখিতভাবে জানিয়ে দেন, আজ এই মামলার শুনানি হবে না। আপাতত মামলার শুনানি স্থগিত করা হয়।

What did ED tell Calcutta High Court about the search in I-PAC.

আরও পড়ুনঃ মমতার সবুজ ফাইলে কী ছিল? ED অভিযানের মাঝেই রহস্যে নতুন মোড় নিল I-PAC কাণ্ড

এদিন এই মামলার কোনও লাইভ স্ট্রিমিং লিঙ্কও ছিল না। আদালতের (Calcutta High Court) নির্দেশ অনুযায়ী, আগামী ১৪ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।