আজ SSC নিয়োগ মামলার একাধিক শুনানি! কোন কোন কেসের রায় বেরোবে আজ? জানুন বিস্তারিত

Published on:

Published on:

Calcutta High Court Hearing on SSC Cases Today
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি আজ কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) অনুষ্ঠিত হতে চলেছে। ২০২৫ সালের এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া এই মামলাগুলি তালিকাভুক্ত হয়েছে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে, ১৮ নম্বর কোর্টে। শিক্ষক হওয়ার স্বপ্ন দেখা হাজার হাজার প্রার্থীর ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে এই শুনানির ওপর।

আজ হাই কোর্টে (Calcutta High Court) কোন কোন মামলার শুনানি?

ইন-সার্ভিস শিক্ষকদের পূর্ব অভিজ্ঞতার মামলা

তালিকাভুক্ত প্রথম মামলাটি ইন-সার্ভিস শিক্ষকদের ‘প্রায়র টিচিং এক্সপেরিয়েন্স’-এর জন্য নম্বর দাবিকে কেন্দ্র করে দায়ের হয়েছে। আবেদনকারীদের দাবি, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং কমিশনের নিয়ম অনুযায়ী সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি স্তরে শিক্ষকতা করলে নির্দিষ্ট নম্বর পাওয়ার কথা। সেই সুবিধা তারা পাচ্ছেন না বলেই আদালতের দ্বারস্থ হয়েছেন।

তবে এই মামলাটি আজ শুনানি নাও হতে পারে বলে মনে করা হচ্ছে, কারণ একই বিষয়ে অন্য মামলাগুলির শুনানি ২৮ তারিখ নির্ধারিত রয়েছে। সবগুলো মামলা একসঙ্গে শোনার সম্ভাবনাই বেশি।

ওএমআর ভুল ও বুকলেট সিরিজ সংক্রান্ত গুরুতর অভিযোগ

আজকের তালিকায় থাকা সবচেয়ে জরুরি মামলাগুলির একটি হল ওএমআর শিট সংক্রান্ত ত্রুটি। আগামীকাল থেকেই ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হওয়ার কথা, তার আগেই বহু পরীক্ষার্থী জানিয়েছেন যে, তারা বুকলেট সিরিজের কোড বক্সে লিখলেও, ব্যাবল বা ডার্ক করতে ভুলে গিয়েছিলেন। ফলে তাদের ফল প্রকাশ করা হয়নি। আবেদনকারীদের অনুরোধ, এই সামান্য ভুলের জন্য যেন তাঁদের ডকুমেন্ট ভেরিফিকেশন বা পরবর্তী ধাপ থেকে বাদ না দেওয়া হয়। এছাড়াও বাংলা, ভূগোল, এডুকেশন এবং গণিত, এই চার বিষয়ে প্রশ্ন ভুলের মামলাও এর সঙ্গে যুক্ত। বিচারপতি সিনহা ইতিমধ্যেই বিষয়গুলি গুরুত্ব দিয়ে শুনেছেন।

কেন্দ্রীয় বিদ্যালয়ের অভিজ্ঞতার নম্বর থেকে বঞ্চনার অভিযোগ

তৃতীয় গুরুত্বপূর্ণ মামলাটি এক প্রার্থীর অভিজ্ঞতা সংক্রান্ত। তিনি পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়, গার্ডেন রিচে কর্মরত ছিলেন। ডাইস কোড এবং বৈধ এমপ্লয়ি আইডি থাকা সত্ত্বেও তাকে অভিজ্ঞতার ১০ নম্বর দেওয়া হয়নি। এখন সমস্যা হচ্ছে, কমিশনের অনলাইন পোর্টালে শুধুমাত্র রাজ্য সরকারের অধীনস্থ বিদ্যালয়গুলির ক্ষেত্রেই অভিজ্ঞতা আপলোড করার অপশন ছিল। কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য আলাদা কোনো অপশন না থাকায় প্রার্থী নম্বর থেকে বঞ্চিত হন এবং আদালতে আবেদন করেন।

Calcutta High Court Hearing on SSC Cases Today

আরও পড়ুনঃ পাহাড় নিয়ে ফের কেন্দ্র-রাজ্য সংঘাত! মধ্যস্থতাকারী নিয়ে ক্ষোভ মমতার, চিঠি গেল প্রধানমন্ত্রীর দপ্তরে

আগামী দিনের গুরুত্বপূর্ণ তারিখ

  • ১৯ তারিখ: নতুন ইন্টারভিউ লিস্টকে চ্যালেঞ্জ করা মামলার শুনানি
  • ২৪ ও ২৬ তারিখ: সুপ্রিম কোর্টে SSC সংক্রান্ত গুরুত্বপূর্ণ শুনানি
  • ২৮ তারিখ: ‘প্রায়র টিচিং এক্সপেরিয়েন্স’-এর ১০ নম্বর সংক্রান্ত বড় মামলার শুনানি কলকাতা হাইকোর্টে

এসব মামলার রায়ে আগামী দিনের নিয়োগের ছবি স্পষ্ট হবে। তাই হাই কোর্টে (Calcutta High Court) আজকের শুনানির দিকে নজর চাকরিপ্রার্থীদের পাশাপাশি কমিশন এবং রাজ্য সরকারেরও।