সরকারি কোষাগরের টাকা কি দান করা যায়? পুজোয় অনুদান দেওয়া নিয়ে আদালতে প্রশ্নের মুখে রাজ্য সরকার

Published on:

Published on:

Calcutta High Court Hears Challenge on Durga Puja Grant Distribution

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোর অনুদানকে ঘিরে ফের বিতর্ক। সরকারি অনুদানের বৈধতা নিয়ে বুধবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) উঠল মামলা। এদিন মামলাকারী পক্ষ দাবি জানিয়ে বলেন, “সরকারি কোষাগারের টাকা পুজোর নামে দান করা যায় না।” অপরদিকে, রাজ্যের দাবি, “প্রতি বছর পুজোর আগে একই ইস্যুতে মামলা ওঠে, কিন্তু পুজো মিটতেই তা গুরুত্ব হারায়।”

কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) উঠল মামলা

বুধবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলাকারীর পক্ষে আইনজীবী শামিম আহমেদ দ্রুত শুনানির আবেদন জানান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে। মামলাকারীর যুক্তি অনুযায়ী, “সরকারি অর্থ দিয়ে পুজো অনুদান দেওয়া সাংবিধানিকভাবে প্রশ্নসাপেক্ষ। অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সরকার প্রয়োজন মেটাতে না পারলেও, প্রতি বছর এই খাতে অনুদানের অঙ্ক বাড়ানো হচ্ছে।”

এই প্রসঙ্গে আদালতে রাজ্য সরকারের তরফে জানানো হয়, “প্রতি বছর দুর্গাপুজোর আগে একই বিষয়ে মামলা করা হয়। কিন্তু মামলাকারী ও জনগণ কেউই পুজোর পর আর এগিয়ে আসেন না।” উল্লেখ করা হয়, এর আগে আদালত পুলিশের মাধ্যমে ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ দিলেও বাস্তবে তেমন তথ্য জমা হয়নি। তবুও রাজ্য দাবি করে, অনুদান উৎসবমুখর পরিবেশ তৈরি করতে সহায়ক।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে শুরু হয় সরকারি অনুদান বিতরণ। প্রথম থেকেই এর বৈধতা নিয়ে বিতর্ক থাকলেও, প্রতিবছর অনুদানের অঙ্ক ক্রমশ বেড়েছে। চলতি বছর রাজ্য সরকার ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান ঘোষণা করেছে প্রতিটি ক্লাবের জন্য। গত বছর অর্থ ২০২৪ সালে চিকিৎসকদের আন্দোলনের আবহে বহু ক্লাব অনুদান ফেরত দিয়েছিল।

Calcutta High Court Hears Challenge on Durga Puja Grant Distribution

আরও পড়ুনঃ শুরু হয়ে গেল ‘শ্রমশ্রী’ প্রকল্পের নথিভুক্তকরণ, কোথায় হচ্ছে রেজিস্ট্রেশনের কাজ?

সূত্রের খবর, মামলাটি নিয়ে আগামী সোমবার ফের শুনানি হবে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। এর মধ্যেই ফের জোরালো হয়ে উঠেছে প্রশ্ন, “সরকার কি সরকারি কোষাগারের টাকা পুজোর নামে বিলি করতে পারে?” অন্যদিকে, উৎসবকে কেন্দ্র করে সরকারি সাহায্য কতটা যুক্তিসঙ্গত, তা নিয়েও তৈরি হয়েছে নতুন বিতর্ক।