জ্যোতিপ্ৰিয় মামলায় এবার মুখ খুলল কমান্ড হাসপাতাল! হাইকোর্টে বিস্ফোরক দাবি, চাপে ED

বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) চিকিৎসা নিয়ে ধন্দ। কোথায় হবে মন্ত্রীমশাইয়ের স্বাস্থ্যপরীক্ষা? এই নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে সিদ্ধান্ত জানাতে বলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

বুধবার বিচারপতি রাজা বসুরায়চৌধুরীর এজলাসে এই মামলার সুনানি ছিল। ইডির (ED) আইনজীবী আদালতে জানান, মন্ত্রীর চিকিৎসার জন্য কমান্ড হাসপাতাল (Command Hospital) ছাড়া কাছাকাছি কেন্দ্রের আর অন্য কোনও হাসপাতাল নেই। কল্যাণীর এমস যদি নিয়ে যেতে হয় তাহলে প্রায় ৩ ঘন্টা সময় লেগে যাবে। হাসপাতালের বক্তব্য ঠিক তবে আমাদের হাতে আর কোনও উপায় নেই।

   

পাল্টা কম্যান্ড হাসপাতালের আইনজীবী আদালতে জানান, “শুধু স্বাস্থ্যপরীক্ষাই নয়। চিকিৎসা করাতেও নিয়ে যাওয়া হচ্ছে। এর ফলে হাসপাতালের উপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। তাছাড়া আইন অনুযায়ী, বাইরের কারও এই হাসপাতালে চিকিৎসা করার অনুমতি নেই। অন্য মামলার অভিযুক্তদের আদালত এখানে পাঠিয়ে দিচ্ছে। ফলে হাসপাতাল কর্তৃপক্ষকে সমস্যায় পড়তে হচ্ছে।”

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে CBI অনুমতি নিয়ে শুনানি! সুপ্রিম কোর্টে আজ কেন্দ্র বনাম মমতা সরকার

পাশাপাশি তিনি আরও বলেন, “এভাবে হাসপাতালের গোপনীয়তা নষ্ট হচ্ছে। কারণ শুধুমাত্র যে রাজনৈতিক নেতা-মন্ত্রীদের পাঠানো হচ্ছে তেমনটা নয়। মাঝে মধ্যে পাচারকারীদেরও চিকিৎসার জন্য নিম্ন আদালত কমান্ড হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে।”

high court

সব শুনে হাসপাতালের বক্তব্যকে গুরুত্ব দিয়ে ইডিকে নিজেদের সিদ্ধান্ত পরবর্তী শুনানির দিন জানানোর জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি। পাশাপাশি বিষয়টি নিয়ে কম্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ এবং ইডিকে আলোচনায় বসার পরামর্শও দেয় আদালত। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি।

প্রসঙ্গত, সম্প্রতি রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে (Ration Scam Case) গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেফতারির পরদিন নিম্ন আদালতে পেশ করতেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় ওরফে বালু। তড়িঘড়ি মন্ত্রীকে নিয়ে যাওয়া হয় এক বেসরকারি হাসপাতালে।

সেই সময় নিম্ন আদালতের বিচারক নির্দেশ দিয়ে বলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসার জন্য কমান্ড হাসপাতাল মেডিক্যাল বোর্ড গঠন করবে যা যা পদক্ষেপ নেওয়া দরকার তাই করবেন। ২৪ ঘণ্টার মধ্যে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দেন বিচারপতি। অন্যদিকে বেসরকারি হাসপাতালের প্রায় ৭৬ ঘণ্টা চিকিত্‍সা চলার পর সুস্থ হন মন্ত্রী। তারপর তাকে ইডি দফতরে নিয়ে যাওয়া হয়।

তবে মন্ত্রীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। আদালতের নির্দেশ মেনে বুধবারও তাকে নিয়ে যাওয়া হয় কমান্ড হাসপাতালে। তবে মন্ত্রীর চিকিৎসায় ক্ষেত্রে সমস্যার কথা জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় হাসপাতাল কর্তৃপক্ষের।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি ছিল, শুধুমাত্র প্রতিরক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য কমান্ড হাসপাতাল। সেখানে অন্যদের চিকিৎসা করলে সমস্যার সৃষ্টি হয়। চাপও বাড়ে। এই নিয়েই আদালতের দ্বারস্থ হয় হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল ৮ নভেম্বর জ্যোতিপ্রিয় মামলার শুনানির ছিল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর