বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে ভোট পরবর্তী হিংসা, একাধিক গুরুত্বপূর্ণ মামলায় কড়া ও তাৎপর্যপূর্ণ রায়ের সাক্ষী থেকেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কখনও কঠোর নির্দেশ, আবার কখনও মানবিক দৃষ্টিভঙ্গি, এই দুইয়েরই নজির রেখেছেন বিভিন্ন বিচারপতি। এবার হাইকোর্টের এক শুনানির মাঝের দৃশ্য নেট মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই দৃশ্য নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
নিয়োগ দুর্নীতির মামলায় কেন্দ্রীয় সংস্থার তদন্তের নির্দেশ, প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, একুশের ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্ত, এই সব উল্লেখযোগ্য রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। লাইভ স্ট্রিমিংয়ের ফলে এখন বিচারপতিদের বক্তব্য থেকে আইনজীবীদের সওয়াল-জবাব, সবটাই সরাসরি দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ।
কী ঘটেছে হাই কোর্টে (Calcutta High Court)?
ঠিক তেমনই, সম্প্রতি হাইকোর্টে (Calcutta High Court) একটি মামলার শুনানির সময় ঘটে যাওয়া একটি ঘটনা সামনে এসেছে। বিচারপতি ছিলেন অমৃতা সিনহা। কোর্টরুম তখন নিঃস্তব্ধ। বিচারপতি নথিপত্র খতিয়ে দেখছিলেন। অন্যদিকে, এক আইনজীবীও নিজের কাগজপত্র নিয়ে সওয়ালের প্রস্তুতি নিচ্ছিলেন।
সেই সময়ই বিচারপতির চোখে পড়ে যায় একটি বিষয়। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, ওই আইনজীবী থুতু দিয়ে নথির পৃষ্ঠা উল্টাচ্ছিলেন। বিষয়টি নজরে আসতেই বিরক্তি প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। সঙ্গে সঙ্গেই তিনি বলেন, “দয়া করে থুতু দিয়ে পৃষ্ঠা ওল্টাবেন না। এটা খুবই অস্বাস্থ্যকর। এটা করবেন না প্লিজ।” বিচারপতির কথা শুনে ওই আইনজীবী সঙ্গে সঙ্গে বলেন, “I am sorry।”
এরপর বিচারপতি প্রশ্ন করেন, “আপনার ব্যান্ড কোথায়? এটা কি পার্সোনাল ম্যাটার আপনার?” উল্লেখ্য, কোর্টরুমে সওয়াল-জবাবের সময় আইনজীবীদের কোটের সঙ্গে ব্যান্ড পরা বাধ্যতামূলক।

আরও পড়ুনঃ ভোটের আগে শেষ বাজেট! নবান্নের কড়া নির্দেশ, সব দপ্তরকে ২৪ ডিসেম্বরের ডেডলাইন
জবাবে ওই আইনজীবী জানান, তিনি ব্যান্ড পরতে ভুলে গিয়েছেন। তখন আরও কড়া হন বিচারপতি সিনহা। তিনি বলেন, “চলে যান। আগে হাত ধুয়ে আসুন। না হলে আমি এই কেস এখন শুনব না। আগে হাত ধুয়ে আসুন।” লাইভ শুনানির সেই মুহূর্তই এখন নেটমাধ্যমে ভাইরাল। কোর্টরুমের (Calcutta High Court) শৃঙ্খলা ও স্বাস্থ্যবিধি নিয়ে বিচারপতির এই স্পষ্ট বার্তা এখন নতুন করে আলোচনার কেন্দ্রে।












