এজলাসে হোয়াটসঅ্যাপ! হাসলেন বিচারপতি সিনহা, বললেন ‘এভাবে চাপ দেওয়া যায় নাকি?’, কী ঘটেছে জানুন

Published on:

Published on:

Calcutta High Court Judge Rebukes Crowd for Clapping During SSC Hearing
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) এজলাসে SSC মামলার শুনানির সময় তৈরি হল উত্তেজনার আবহ। বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানি চলাকালীন আচমকাই হাততালি দেন মামলাকারীদের একাংশ। এই আচরণে ক্ষুব্ধ হয়ে বিচারপতি সমস্ত মক্কেলদের এজলাস থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন। শুরুতেই আইনজীবীদের তুমুল আইনি লড়াইয়ের মধ্যেই এমন ঘটনা আরও বিস্ময় তৈরি করে আদালতে।

ঠিক কী ঘটেছিল হাই কোর্টে (Calcutta High Court)?

গত ১৮ সেপ্টেম্বর নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য SSC পরীক্ষা হয়েছিল। তার ফল প্রকাশ হয় ৭ নভেম্বর। সেই ফল নিয়ে অভিযোগ ওঠে প্রশ্নপত্রে একাধিক ভুল থাকার। অভিযোগে সরব হন বহু চাকরিপ্রার্থী। এরপরই মামলা ওঠে হাইকোর্টে (Calcutta High Court)। সেই মামলারই শুনানি চলছিল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে।

শুনানি যখন চরমে, তখনই আদালতের মধ্যে কয়েকজন উৎসাহী মানুষ হাততালি দিয়ে সমর্থন জানান একপক্ষের আইনজীবীর বক্তব্যকে। এমন আচরণ আদালতের শৃঙ্খলা ভঙ্গ করছে বুঝেই বিচারপতি সঙ্গে সঙ্গে তাদের বেরোতে বলেন। আদালতের (Calcutta High Court) ভিতর হঠাৎ এমন বিশৃঙ্খলায় ক্ষোভ উগরে দেন তিনি।

এসময় আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য কোর্টের সামনে মোবাইল বের করে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ দেখান। তাঁর দাবি, যাঁরা হাততালি দিচ্ছিলেন, তাঁদের আগেই নির্দেশ দেওয়া হয়েছিল যাতে তাঁরা মামলাকালীন এজলাসে ভিড় তৈরি করে রাখেন। অভিযোগ, এর মাধ্যমে আদালতের (Calcutta High Court) উপর চাপ তৈরি করার চেষ্টা করা হচ্ছিল।

Calcutta High Court Judge Rebukes Crowd for Clapping During SSC Hearing

আরও পড়ুনঃবিহারের পর এবার বাংলার পালা!’ গিরিরাজের দাবিতে ক্ষুব্ধ তৃণমূল, পাল্টা জবাব কুণাল বললেন…

বিচারপতি অমৃতা সিনহা ওই অভিযোগ শুনেই খানিক তাচ্ছিল্যের সুরে বলেন, “এভাবে কি আর চাপ দেওয়া যায়!” সেই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভবিষ্যতে যেসব মামলা জনগণের উপর সরাসরি প্রভাব ফেলে, সেসব মামলায় সাধারণ মক্কেলদের ঢুকতে দেওয়া হবে না। তাঁর বক্তব্য, এমনিতেই আদালতের (Calcutta High Court) শুনানি লাইভ করা হয়। তাই যাঁদের প্রয়োজন তাঁরা লাইভ দেখলেই সমস্ত বিষয়ে অবগত হতে পারবেন।