‘৬ দিনের মধ্যে..,’ ভরা এজলাসে চরম ক্ষুব্ধ বিচারপতি সিনহা, এল বিরাট নির্দেশ

   

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছু সময় বারংবার জমি গায়ের জোড়ে দখল করে দলীয় কার্যালয় নির্মাণের ঘটনা সামনে এসেছে। এবারেও সেই একই সমস্যা। ফের জমি দখল করে পার্টি অফিস (Party Office) নির্মাণের অভিযোগ। আর এবারেও কড়া হাতে ব্যবস্থা নিলেন বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)।

কলকাতা পোর্ট ট্রাস্টের জমি দখল করে দলীয় কার্যালয় তৈরি করেছে এক রাজনৈতিক দল। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) সেই মামালা উঠতেই ভেঙে ফেলার নির্দেশ দিলেন জাস্টিস সিনহা। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতির নির্দেশ, ছ’দিনের মধ্যে পার্টি অফিসটি ভাঙতে হবে।

পাশাপাশি সেই কাজ হল কি না সে ব্যাপারে রিপোর্ট দিয়ে ওই সময়ের মধ্যেই হাইকোর্টকে জানাবে রাজ্য। পাশাপাশি অবৈধভাবে নির্মিত দলীয় কার্যালয় ভাঙতে অতিরিক্ত বাহিনীর প্রয়োজন হলে তবে তারও ব্যবস্থা করতে হবে স্থানীয় থানার ওসিকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

কলকাতা বন্দর কর্তৃপক্ষ বা পোর্ট ট্রাস্ট হাই কোর্টে এই মামলা করে জানায়, তারাতলা থানার হেলেন কেলার সরণি এলাকায় পোর্ট ট্রাস্টের একটি হাসপাতাল রয়েছে। হাসপাতাল সংলগ্ন বিস্তৃত জমিও রয়েছে। তবে সেখানে একটি রাজনৈতিক দল অবৈধভাবে জমির একাংশ জবরদখল করে পার্টি অফিস গড়ে তুলেছে।

পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষ ওই দলীয় কার্যালয়ের অবস্থানের জেরে হাসপাতালে যাওয়ার পথে সমস্যা হচ্ছে বলে আদালতকে জানান। জানা গিয়েছে ওই এলাকায় তৃণমূলের কংগ্রেসের একটি পার্টি অফিস রয়েছে। যদিও হাই কোর্ট তরফে দেওয়া নির্দেশে তৃণমূলের নাম নির্দিষ্ট করে বলা হয় নি।

Calcutta High Court

আরও পড়ুন: আর ১৪% নয়, এবার ডবল DA পাচ্ছেন রাজ্যের এই সকল সরকারি কর্মীরা, জারি বিজ্ঞপ্তি

গতকাল এই মামলার শুনানিতে বিচারপতি সিনহা বলেন, ‘‘ওই অবৈধ কার্যালয় ভেঙে ফেলতে হবে। কলকাতা পোর্ট ট্রাস্টের ওই জমি দখল মুক্ত করে হাসপাতালে যাওয়ার রাস্তা খুলে দিতে হবে যাতে যাওয়া আসায় কোনো সমস্যা না হয়।” এই বিষয়ে বন্দর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য তারাতলা থানার ওসিকে নির্দেশ দেন বিচারপতি। আগামী ২৬ জুন মামলার পরবর্তী শুনানি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর