‘দুই প্রোমোটারকে জেলে ভরা উচিৎ’, বিধাননগর বেআইনি নির্মাণে ১ কোটি টাকা জরিমানার নির্দেশ

বাংলা হান্ট ডেস্কঃ বেআইনি নির্মাণ (Illegal Construction) নিয়ে কঠোর অবস্থানে কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা (Calcutta High Court Justice Amrita Sinha)। এবার বিধাননগর পুর এলাকায় বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিলেন বিচারপতি। পাশাপাশি যে ২ নির্মাণ ব্যবসায়ী ওই ভবন তৈরি করেছিলেন তাদের মোটা টাকা জরিমানাও করেছে আদালত। অবৈধ নির্মাণ ব্যবসায়ীদের আদালতের কাছে ১ কোটি টাকা জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা।

বুধবার বিচারপতি সিনহার এজলাসে বিধাননগর পুর এলাকায় ৩৫ নম্বর ওয়ার্ডে একটি বহুতল কোনো অনুমতি ছাড়াই বেআইনিভাবে গড়ে উঠেছে এই অভিযোগ তোলেন স্থানীয় এক ব্যক্তি। এর পরই বিচারপতি জানতে চান ওই আবাসন ক’তলা। আইনজীবী জানান, যে আবাসনের কথা বলা হচ্ছে তা ৫ তলা। এরপরই বিচারপতি জানতে চান ওই আবাসন অনুমতি নিয়ে তৈরী হয়েছিল কী না? আইনজীবী জানান, বানানোর আগে অনুমতি নেওয়া হয়নি। তবে পরে অনুমতির জন্য আবেদন জমা হয়েছে।

আইনজীবীর কথা শুনে বিস্মিত হন বিচারপতি। বলেন, এই প্রোমোটারকে অবিলম্বে জেল হেফাজতে পাঠানো উচিৎ। এরপরই ওই দুই নির্মাণ ব্যবসায়ী বিধাননগর পুর এলাকায় আর কোনও নির্মাণকাজ করতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন জাস্টিস সিনহা। পাশাপাশি আগামী ১২ এপ্রিলের মধ্যে ওই দুই প্রোমোটারকে ১ কোটি টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি। টাকা জমা দিতে হবে হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে।

বিচারপতির আরও নির্দেশ ওই আবাসন নির্মাণ দুই ব্যবসায়ীকে তাদের সম্পত্তির খতিয়ান আদালতে জমা দিতে হবে। ওই ২ প্রোমোটার এরপর থেকে আদালতের অনুমতি ছাড়া কোনো সম্পত্তি কেনা-বেচা করতে পারবেন না বলেও সাফ জানিয়েছেন বিচারপতি।

high court

আরও পড়ুন: তীব্র গরমে আজ স্বস্তির বৃষ্টি বাংলার একাধিক জেলায়! হবে ঝড়ও? এক নজরে আবহাওয়ার খবর

আদালতের নির্দেশ, অবিলম্বে ওই বাড়ির জল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। ৩০ দিনের মধ্যে ওই আবাসন খালি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এরপর ওই বাড়ি ভাঙার ব্যাপারে পুরসভাকে উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন বিচারপতি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর