হাই কোর্টের নির্দেশ অমান্য! এবার প্রোমোটারের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ নিলেন জাস্টিস সিনহা

বাংলা হান্ট ডেস্কঃ গার্ডেনরিচ কাণ্ডের পর থেকে সংবাদের শিরোনামে রয়েছে বেআইনি নির্মাণ (Illegal Construction)। সাম্প্রতিক অতীতে অবৈধ নির্মাণ সংক্রান্ত মামলায় একাধিক উল্লেখযোগ্য রায় দিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এবার যেমন হাওড়ার এক প্রোমোটারের বিরুদ্ধে কড়া নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা।

হাওড়ার কালীপ্রসাদ লেনে একটি বেআইনি ফ্ল্যাট তৈরি করেছিলেন ওই প্রোমোটার। এরপর তা বিক্রিও করেন। পরে আবাসন নিয়ে মামলা হওয়ার পর জানা যায় সেটি আদতে বেআইনি। সঙ্গে সঙ্গে সেই বহুতল ভাঙার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গেই ওই প্রোমোটারকে এক কোটি টাকা জরিমানা করেন বিচারপতি।

প্রোমোটার জানিয়েছিলেন জরিমানা হিসেবে এই বিপুল পরিমাণ টাকা দিতে তিনি অক্ষম। বিচারপতি তখন বিতর্কিত ফ্ল্যাটের জমির দলিল আদালতে জমা রাখার নির্দেশ দেন। তবে জানা যাচ্ছে, জাস্টিস সিনহার (Justice Amrita Sinha) সেই নির্দেশ পালন করেননি ওই প্রোমোটার। তাই এবার কড়া পদক্ষেপ নিলেন বিচারপতি!

আরও পড়ুনঃ ৪% ডিএ বৃদ্ধি নিয়ে আর মন খারাপ নয়, এবার সরকারি কর্মীদের পকেটে ঢুকবে বাড়তি ১০৫০০ টাকা

সোমবার পুলিশকে বিচারপতি সিনহার নির্দেশ, আগামী ১৮ এপ্রিলের মধ্যে ওই প্রোমোটারকে ধরে আদালতের সামনে হাজির করাতে হবে। হাওড়ার ওই বিতর্কিত বহুতলের পাশাপাশি এদিন শহর কলকাতার বুকে গড়ে ওঠা একটি বেআইনি বহুতল খালি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা।

কলকাতার বেলেঘাটা অঞ্চলে একটি অবৈধ নির্মাণ তৈরি হয়েছিল। অভিযোগ, কোনও প্রকার অনুমোদন ছাড়াই তৈরি হয়েছিল এই বিল্ডিং। এরপর সেই ফ্ল্যাট বিক্রিও করা হয়। গতকাল সেই অবৈধ নির্মাণ খালি করার নির্দেশ দিয়েছেন জাস্টিস সিনহা। বহুতলটি খালি করার পর সেটি ভাঙার নির্দেশ দিয়েছেন তিনি।

calcutta high court justice amrita sinha

উল্লেখ্য, সম্প্রতি কলকাতার গার্ডেনরিচ অঞ্চলে একটি নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে পড়ে। সেই ঘটনায় প্রাণ হারান বহু মানুষ। ঘটনাস্থল পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম মেনে নেন অবৈধ নির্মাণের কথা। এরপর থেকেই শিরোনামে রয়েছে বেআইনি নির্মাণ। এবার অবৈধ নির্মাণ সংক্রান্ত মামলাতেই উল্লেখযোগ্য দুই নির্দেশ দিলেন জাস্টিস সিনহা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর