২৫,৭৫৩ চাকরি বাতিলের মাঝেই ২৫০ চাকরিপ্রার্থীর নিয়োগ নির্দেশ! হাই কোর্টের রায়ে কপাল খুলল কাদের?

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়ে বর্তমানে তোলপাড় রাজ্য। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের নির্দেশে এক ধাক্কায় চাকরি গিয়েছে ২৫,৭৫৩ জনের। বাতিল করা হয়েছে ২০১৬ সালের এসএসসি পরীক্ষার সম্পূর্ণ প্যানেল। এর মাঝেই এবার নিয়োগ নির্দেশ দিল আদালত।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার (SSC Recruitment Scam) রায় নিয়ে রাজনীতির আঙিনায় আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। হাই কোর্টের এহেন রায়ের জন্য বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। অন্যদিকে শুক্রবার মালদা সফরে এসে চাকরি বাতিলের জন্য তৃণমূলকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মাঝেই মালদায় নিয়োগ নির্দেশ দিল উচ্চ আদালত।

মালদার প্রাথমিক বিদ্যালয়ে ২৫০ জন চাকরিপ্রার্থী চাকরি পেতে চলেছেন। ২০০৯ সালে পরীক্ষা দিয়েছিলেন। মাঝখানে কেটে গিয়েছে প্রায় ১৫ বছর। অবশেষে নিয়োগ নির্দেশ দিল আদালত। আগামী দু’মাসের মধ্যে ২৫০ চাকরিপ্রার্থীকে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাই কোর্টের বিচারপতি রাজশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)।

আরও পড়ুনঃ ঝুলছে ২৬০০০ জনের ভাগ্য! SSC চাকরি বাতিল মামলার শুনানি কবে? জানাল সুপ্রিম কোর্ট

চলতি বছরের ২৫ এপ্রিল অবধি যারা আদালতের দ্বারস্থ তাঁদের নিয়োগ নির্দেশ দেওয়া হয়েছে। মূলত উত্তর ২৪ পরগণার পর মালদায় প্রাথমিক নিয়োগের (Primary Recruitment) নির্দেশ দেওয়া হল। এদিন বিচারপতি মান্থা বলেন, ‘দুর্নীতি হলে, তদন্ত হলে সম্পূর্ণ প্যানেল বাতিল হতে পারতো। সেই জায়গা থেকে কিছু চাকরিপ্রার্থী তো চাকরি পাক’।

Calcutta High Court Primary recruitment

অন্যদিকে আবার ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় প্যানেলের পাশাপাশি সকল ওএমআর শিটও বাতিল করা হয়েছে। সকল চাকরিহারার উত্তরপত্র বাতিলের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। অর্থাৎ ফের নতুন করে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া হবে। নতুন করে পরীক্ষায় বসতে হবে। এই মুহূর্তে যতগুলি শূন্যপদ রয়েছে তার ভিত্তিতে নিয়োগ হবে বলে খবর। আগামী জুন মাসেই স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর