‘রাজ্য নিজেই নিজের সম্মান হারাচ্ছে..,’ বিরাট পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ একের পর এক গুরুতর অভিযোগ রয়েছে কলকাতার নিউটাউন থানার আইসি’র বিরুদ্ধে। কিন্তু এতকিছুর পরেও তাকে নিয়ে কোন হেলদোলই নেই রাজ্যের। এদিন এই আইসিকে নিয়ে রাজ্যের ভূমিকায় ব্যাপক ক্ষুব্ধ ছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court ) বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh)। এদিন সরাসরি তিনি নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব ওই আইসিকে তার পদ থেকে সরাতে হবে।

নিউটাউন থানার আইসিকে নিয়ে পর্যবেক্ষণ হাইকোর্টের (Calcutta High Court)

এদিন জাস্টিস ঘোষ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘আইসিকে তার পদ থেকে না সরানো হলে আমি পদক্ষেপ করব। আমি দেখতে চাই এই পুলিশ অফিসারের পিছনে কার হাত আছে।’ কলকাতার নিউ টাউন এলাকায় এক প্রোমোটারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)।

বৃহস্পতিবার ওই মামলার শুনানিতেই অফিসারের বিরুদ্ধে কড়া মন্তব্য করেন বিচারপতি ঘোষ। নিউটনের মতো জায়গা যেখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন বিনিয়োগ আনার চেষ্টা করা হচ্ছে। এমনকি অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে হাবকে আরও মজবুত করে তোলারও চেষ্টা চলছে। সেখানেই এই ধরনের পুলিশ অফিসারদের কেন রাখা হয়েছে? কিংবা এখনও তারা কেন এই ধরনের দায়িত্বে রয়েছেন?

একইসাথে তিনি প্রশ্ন তুলেছেন, ‘রাজ্য কি নিজেই নিজের সম্মানহানি করতে চাইছে?’ এখানেই শেষ নয়, ওই পুলিশ অফিসারের আগের সমস্ত রেকর্ড তুলে ধরেন বিচারপতি। শুনানি চলাকালীনই এদিন তিনি বলেন, ওই অফিসার বাগুইআটি থানায় থাকাকালীন সময়ে দুই শিশু নিখোঁজ হয়ে গিয়েছিল। তার দুদিন পর উদ্ধার হয়েছিল তাদের দেহ। কিন্তু সেই সময় ওই অফিসার কিছুই করেননি।

আরও পড়ুন: ১০ ডিগ্রিতে নামবে তাপমাত্রা! কাল ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে? আবহাওয়ার আগাম খবর

এমনকি একদিনেই তিনটি গাড়ি চুরির অভিযোগেও একইভাবে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল ওই আইসির বিরুদ্ধে। কিন্তু এতদিন পর শুধুমাত্র সতর্ক করা হল! এ কথা শুনে রীতিমতো বিষয় প্রকাশ করেন বিচারপতির ঘোষ। সেই সাথে এদিন তিনি জানতে চেয়েছেন ওই অফিসারের বিরুদ্ধে রাজ্য কি ব্যবস্থা নেবে, তা তাকে এই মামলার আগামী শুনানিতে জানাতে হবে।

Calcutta High Court

জানা যাচ্ছে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী বছর অর্থাৎ ১০ জানুয়ারি। কলকাতা পুলিশের এই আইসিকে নিয়ে বিচারপতি ঘোষের এই কড়া  পর্যবেক্ষণে রীতিমতো তোলপাড় রাজ্য।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর