‘ব্যবস্থা নিতে বলুন, নাহলে আমি কড়া নির্দেশ দিতে বাধ্য হব’! স্পষ্ট জানাল হাইকোর্ট! কোন মামলায়?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক অতীতে একাধিক মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভর্ৎসনার মুখে পড়েছে পুলিশ। এবার ফের একবার এমনটাই দেখা গেল। ‘ডিজিকে বলুন ব্যবস্থা নিতে, নাহলে আমি কড়া নির্দেশ দিতে বাধ্য হবে’, এদিন স্পষ্ট জানান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh)।

কোন মামলায় এই মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)?

মার্চ মাসের শুরুতেই যাদবপুরকাণ্ডে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থা, পাল্টা তাঁর গাড়িতে এক ছাত্রকে পিষে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে গত ৩ মার্চ ধর্মঘটের ডাক দেয় নানান বামপন্থী সংগঠন। সেদিনই মেদিনীপুরের কোতোয়ালি থানার লক আপে AIDSO-র মহিলা সদস্যদের ওপর অত্যাচারের অভিযোগ ওঠে!

মোমের ছ্যাঁকা, হাতে গরম মোম ঢেলে দেওয়া থেকে শুরু করে চুল টেনে শূন্যে ধরে পায়ের তলায় মারের অভিযোগ ওঠে। AIDSO-র চারজন মহিলা কর্মী সমর্থক এই অভিযোগ আনেন। পরবর্তীতে জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। এবার AIDSO নেত্রী সুশ্রীতা সোরেনের মামলায় উচ্চ আদালতের ভর্ৎসনার মুখে পড়ল পুলিশ।

আরও পড়ুনঃ ‘প্রাথমিক নিয়োগেও একই পরিণতি আসন্ন’! SSC মামলার রায়দানের পরেই ‘সতর্ক’ করলেন তরুণজ্যোতি

বিচারপতি এদিন বলেন, ‘মেদিনীপুর মহিলা থানা ঠিক নয়। ডিজিকে বলুন ব্যবস্থা নিতে। নাহলে আমি কড়া নির্দেশ দিতে বাধ্য হব’। জাস্টিস ঘোষ এদিন আরও বলেন, ‘আমি সিসিটিভি ফুটেজ দেখেছি। নির্যাতনের প্রমাণ রয়েছে। কাউকে আটক অথবা গ্রেফতার করে অত্যাচার করা ও সেই অত্যাচার করে উল্লাসিত হওয়া চলতে পারে না। থানায় মোম দেখা গিয়েছে’।

Calcutta High Court

পাল্টা রাজ্যের তরফ থেকে দাবি করা হয়, ওই মোম মশার ধূপ জ্বালানো, কাগজ সিল করার জন্য রাখা ছিল। বিচারপতি এদিন জানতে চান, ‘আইজিপি-কে পুরো ফুটেজ দেওয়া হয়নি। ১৭ ঘণ্টার মধ্যে ১৩ ঘণ্টার ফুটেজ দেওয়া হয়েছে’। বাকি ৪ ঘণ্টার ফুটেজ কেন দেওয়া হয়নি, এদিন প্রশ্ন তোলেন জাস্টিস ঘোষ।

একইসঙ্গে উচ্চ আদালতের (Calcutta High Court) বিচারপতি জানতে চান, চুলের মুঠি কেন ধরা হয়েছিল? সংশ্লিষ্ট থানা পুনর্গঠন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার এই মামলা কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X