বাংলা হান্ট ডেস্কঃ চিংড়িঘাটা মেট্রো সম্প্রসারণ (Chingrighata metro work) জট খুলছেনা কিছুতেই। কলকাতার গুরুত্বপূর্ণ এই প্রকল্প নিয়ে এবার আরও কড়া কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। গতকালই আদালত জানিয়েছিল, এই বিষয়ে কখন, কোথায় বৈঠক করা হলে সুবিধা হবে তা সবপক্ষের সম্মতি নিয়ে আদালত ঠিক করবে। শুক্রে বৈঠকের দিন বেঁধে দেওয়া হল।
চিংড়িহাটা মেট্রোর জট কাটাতে বুধে বৈঠক | Calcutta High Court
কেন্দ্র, রাজ্য-সহ এই মামলায় যুক্ত প্রত্যেক পক্ষকে বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ আদালতের। আগামী বুধবার বিকেল ৫টায় মেট্রো ভবনে এই হাইভোল্টেজ বৈঠক হবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত নিজেও উপস্থিত থাকবেন বৈঠকে। আগামী ১৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি চলছে। বৃহস্পতিবার এই মামলাতেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পর্যবেক্ষণ, সাবওয়ের কাজ না হলে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন। তিনি বলেন, “কোভিড যদি আবার ফেরত না আসে, তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনওদিনই কমবে না।” রাজ্যকে আদালতের পরামর্শ, “খোলা মনে আলোচনায় বসুন, সমাধান সূত্র বেরোবে।”
উল্লেখ্য, বুধবারই এই জট কাটাতে কেন্দ্র, রাজ্য এবং আরভিএনএল(RVNL) আধিকারিকদের মধ্যে বৈঠক হয়। সেই বৈঠকে কেন্দ্র আরভিএনএল-কে বলেছে যে রাজ্য যা চাইছে, তা আগে করতে হবে। রাজ্যের এজি একথা জানান আদালতে। আবার বৈঠক হলে তিনি নিজে উপস্থিত থাকবেন বলেও আদালতে বলেছেন। সেই মতো এদিন দিনক্ষণ বেঁধে দিল হাইকোর্ট।
প্রসঙ্গত, আইনি জটিলতায় আটকে রয়েছে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোর মাত্র ৩৬৬ মিটারের কাজ। গত ফেব্রুয়ারি মাস থেকে কাজ শুরুর কথা থাকলেও এ পর্যন্ত তা হয়নি। সম্প্রতি হাই কোর্টে মামলা দায়ের করে রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল। মেট্রো, রাজ্য-সহ সবপক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলা হয়।

আরও পড়ুন: নয়া রেকর্ড! সোনার দাম দেখে মাথায় হাত মধ্যবিত্তের, রুপোর দাম ২ লক্ষ ছুঁইছুঁই: আজকের রেট
নভেম্বরে কাজ শুরুর কথা থাকলেও জমিজটের কারণে কাজ আটকে আছে এবং রাজ্যের পক্ষ থেকে সহযোগিতা মিলছে না বলে অভিযোগ ওঠে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, রাজ্যের অসহযোগিতায় কাজ শুরু সম্ভব হয়নি। এরই মধ্যে মেট্রোর কাজ শুরুর জন্য আদালতের হস্তক্ষেপের দাবি জানায় আরভিএনএল। সেই মামলারই শুনানি চলছে হাইকোর্টে।












