বাংলা হান্ট ডেস্কঃ পার্ক সার্কাস ময়দানে বসা সার্কাস (Park Circus Maidan) এখনই বন্ধ নয়, এমনই মত কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। এক দশকেরও বেশি সময় পর পার্ক সার্কাস ময়দানে সম্প্রতি সার্কাসের অনুমতি দিয়েছে কলকাতা পুরসভা। কিন্তু সেই সিদ্ধান্ত নিয়েই শুরু হয়েছে আইনি টানাপোড়েন। দূষণের আশঙ্কায় সার্কাস আয়োজনের বিরুদ্ধে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা।
এখনই সার্কাস বন্ধ নয়, মত হাইকোর্টের | Calcutta High Court
বুধবার সেই মামলাই শুনানির জন্য ওঠে কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে। হাইকোর্টের পর্যবেক্ষণ, প্রয়োজনীয় অনুমতি নিয়েই সার্কাস কোম্পানি সবটা আয়োজন করেছে। জনস্বার্থ মামলাকারীদের আপত্তির বিষয় এবং সার্কাস বন্ধ করার সপক্ষে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ আদালতের।
হাইকোর্ট তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে জনস্বার্থ মামলাকারীদের। একইসাথে পার্ক সার্কাস ময়দানে বসা সার্কাস কর্তৃপক্ষ ও প্রশাসনকে আদালতের নির্দেশ, সার্কাসের তাঁবু ছাড়া প্রাতঃভ্রমণকারীদের জন্য পার্ক সার্কাস ময়দানের অন্য অংশ ফাঁকা রাখতে হবে। তাঁদের যাতে কোনও অসুবিধা না-হয়, সেকথাও মাথায় রাখতে হবে।
মামলাকারীর পক্ষে আইনজীবীর বক্তব্য, “পরিবেশ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।” এর আগে একই জায়গায় বইমেলা বন্ধ করে দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন আইনজীবী। প্রধান বিচারপতি বলেন, “আমরা এখনই সার্কাস বন্ধ করার পক্ষপাতী নই। তবে, পরিবেশের যাতে ক্ষতি না-হয় সেদিকে পুরনিগমকে নজর রাখতে হবে৷”

মামলাকারীদের বক্তব্যের বিরুদ্ধে পুরনিগমের কোনও বক্তব্য থাকলে, সেটা আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ১ ডিসেম্বর পার্ক সার্কাস ময়দানের একদিকে সার্কাস করার অনুমতি দেয় কলকাতা পুরসভা। শেষবার এই মাঠে সার্কাস হয়েছিল ২০১৪ সালের ডিসেম্বরে। এরপর মা এবং এজেসি বোস উড়ালপুল তৈরির কাজের কারণে সার্কাস বন্ধ হয়ে যায়। এক দশক পর ফের সার্কাস, তবে সেই নিয়ে আদালতে ফের মামলা।












