রাস্তা সংস্কারে নয়া দাওয়াই! কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চের

Published on:

Published on:

calcutta high court(72)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বর্ষাকালে বেহাল দশা। শুধু বর্ষা নয় সারাবছরই শহর সহ জেলায় জেলায় রাস্তার করুণ চিত্র চোখে পড়ে। আর রাস্তা মেরামত সংস্কারের সময়ে পিচের উপরে পিচের আস্তরণ দিয়েই ফের তৈরী হয়। কলকাতা (Kolkata) সহ গোটা রাজ্যে শহর–শহরতলির রাস্তার ক্ষেত্রে এই একই রীতি মেনে হয় সংস্কার। ফলে সাময়িক সুরাহা হলেও এর সমস্যা হল এভাবে পিচের উপরে পিচের আস্তরণ দেওয়ায় সমানে উঁচু হচ্ছে রাস্তা।

রাস্তা সংস্কারে কড়া হাইকোর্ট | Calcutta High Court

রাস্তা দিন দিন উঁচু হচ্ছে আর আশপাশের নিকাশিনালা থেকে বাড়িঘর, জমি নিচু হয়ে যাচ্ছে। ফলস্বরূপ বাড়ছে দুর্ঘটনা। এমনই একাধিক অভিযোগ তুলে সম্প্রতি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। হাওড়ার নাগরিকরা রাস্তা-ঘাটের সমস্যা নিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন।

মামলাকারীদের অভিযোগ, হাওড়া শহরের বেনারস রোড, গঙ্গাধর ভট্টাচার্য লেন, ঘোষাল বাজার লেন–সহ শহরজুড়ে রাস্তা সারাইয়রে সময়ে পুরোনো পিচ রেখেই তার উপরে পড়ে নতুন আস্তরণ। শ্রীরাম ঢ্যাং রোডের সংস্কারের সময়েও এমন পদ্ধতি অবলম্বন করায় পুরনিগমের কাছে নাগরিকরা গণস্বাক্ষরিত স্মারকলিপি দিয়ে নিজেদের আপত্তি জানান। কিন্তু তাতে সুরাহা না হওয়ায় আইনি পথে হাঁটেন তাঁরা।

বাসিন্দাদের অভিযোগ, বহু এলাকায় পিচের উপর পিচ দিয়ে রাস্তা এত উঁচু করে দেওয়া হয়েছে যে আশপাশের বাড়ির দরজা নিচু হয়ে যাচ্ছে। একটু বৃষ্টি হতে না হতেই জল ঢুকে যাচ্ছে। সেই মামলাতেই কড়া হাইকোর্ট। দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, আপাতত শহরের কোনও রাস্তা সংস্কারে কোনও ভাবেই পুরোনো পিচের আস্তরণ রেখে তার উপরে নতুন করে পিচ বা ঢালাই করা যাবে না। হাওড়া পুরসভাকে এই নির্দেশ উচ্চ আদালতের।

Calcutta High Court

আরও পড়ুন: পিএম কিষানের কিস্তি আটকে আছে? অনলাইনে ফর্ম আপডেটেই মিলবে সমাধান, জেনে নিন ২০২৫-এর নিয়ম

মামলাকারীদের বক্তব্য শুনে এবং ছবি দেখে হাইকোর্ট আগের পিচ তুলে ফেলে নতুন করে পিচ করার নির্দেশ দেয়। আগামী ২২ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। এই নিয়ে পুরসভার কোনও বক্তব্য থাকলে তা দু’সপ্তাহ পরে লিখিত আকারে জানানোর কথা বলেছেন বিচারপতি।