‘আইন কী বলছে তা ভাবতে হবে..,’ হাইকোর্টে ধাক্কা খেলেন রেখা পাত্র! বড়সড় স্বস্তি পেল কমিশন

Published on:

Published on:

calcutta high court(19)

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের আগে সন্দেশখালির (Sandeshkhali) ইস্যু ধরে লাইমলাইটে উঠে এসেছিল রেখা পাত্র। পরে তাঁর উপর ভরসা রেখে লোকসভায় রেখাকে প্রার্থীও করে বিজেপি। সেই রেখা পাত্রের দায়ের করা এক অভিযোগ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

কী রায় দিল হাইকোর্ট? Calcutta High Court

প্রয়াত তৃণমূল সাংসদ নুরুল ইসলামের মনোনয়ন নিয়ে একাধিক প্রশ্ন তুলে সরব হয়েছিলেন বিজেপি প্রার্থী তথা বিজেপি নেত্রী রেখা পাত্র। তাঁর অভিযোগ ছিল, রিটার্নিং অফিসার যথাযথ তদন্ত না করেই মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান রেখা। নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারকে পার্টি করে মামলা দায়ের করেন বিজেপি প্রার্থী।

সেই মামলার শুনানিতে কমিশনের যুক্তি, তাঁরা সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন মাত্র। ব্যক্তিগতভাবে কোনও সিদ্ধান্তের সঙ্গে তাঁরা জড়িত নন। এদিন রেখার অভিযোগ খারিজ করে কমিশনের যুক্তিকেই মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। মামলার দায় থেকে জাতীয় নির্বাচন কমিশন ও বসিরহাট লোকসভার রিটার্নিং অফিসার আকাঙ্খা ভাস্করকে অব্যাহতি দিল হাইকোর্ট।

আরও পড়ুন: শিখে নিন একদম সহজ পদ্ধতিতে রেস্তরাঁয় মতো ‘ফিস কবিরাজি’ বানানোর পদ্ধতি, রইল রেসিপি

বুধবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি কৃষ্ণ রাও-এর এজলাসে এই মামলা শুনানির জন্য ওঠে। বিচারপতির মন্তব্য, এই মামলা থেকে কমিশন এবং রিটার্নিং অফিসারকে অব্যাহতি দেওয়া হল।

Calcutta High Court

মামলার নিস্পত্তি করে আদালতের পর্যবেক্ষণ, ‘নির্বাচনী প্রক্রিয়ায় কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার আগে আইন কী বলছে তা ভাবতে হবে।’