SC-ST-OBC স্কলারশিপেও কোটি-কোটির দুর্নীতি! কিভাবে চলত প্রতারণা? এবার মামলা হাইকোর্টে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য। নিতদিন নতুন নতুন ইস্যুতে শোরগোল। শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে হাজার কাণ্ড। এরই মধ্যে এবার এসসি, এসটি, ওবিসি স্কলারশিপে (SC-ST-OBC Scholarship) দুর্নীতির অভিযোগ সামনে এল। গতকাল এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। শনিবার দুপুর ৩টে নাগাদ এই মামলা দায়ের হয়েছে বলে সূত্রের খবর।

ঠিক কী অভিযোগ? অভিযোগ, রাজ্যের স্কুলগুলিতে এসসি, এসটি ও ওবিসি ক্যাটেগরির অন্তর্ভুক্ত ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য যে স্কলারশিপ দেওয়া হয় সেই জায়গাতেও জালিয়াতি চলছে। একটা চক্র এসসি, এসটি, ওবিসির জাতিগত শংসাপত্র জালিয়াতি করে কোটি কোটি টাকা তুলছে।

এই নিয়ে পুলিশ, প্রশাসন, BDO কে জানানোর পরও কোনও পদক্ষেপ করা হয়নি। এই অভিযোগ নিয়ে এবার আদালতের দ্বারস্থ হয়েছেন উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার জনৈক মীর সেলিম।

আরও পড়ুন: মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষায় আসছে বিরাট পরিবর্তন! চাপে পড়বে পড়ুয়ারা?

মীর সেলিমের আরও দাবি, অভিযুক্তরা ধরা পড়লেও কোনও লাভ হচ্ছে না। গ্রেফতারির পরই জামিন পেয়ে যাচ্ছ। তাই এবার আদালতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন মামলাকারী। তার দাবি নিরপেক্ষ ভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করে দুর্নীতির কিনারা করুক।

high courtt

আরও পড়ুন: DA আন্দোলনের মাঝেই সুখবর! শীঘ্রই বেতন বাড়ছে রাজ্যের সরকারি কর্মীদের, খুশি সকলে

একেই নানা দুর্নীতির অভিযোগে জর্জরিত রাজ্য। এরই মধ্যে নতুন করে SC-ST ও OBC স্কলারশিপে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হওয়ায় রাজ্যের বিড়ম্বনা আরও কিছুটা বাড়াল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X