বাংলা হান্ট ডেস্কঃ কাজে জয়েন করার আগেই জোর ধাক্কা! কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ আসতেই চাকরি বাতিল! আর যোগ দেওয়া হল না চাকরিতে। জানা যাচ্ছে, মঙ্গলবার কাজে যোগ দিতে এসেছিলেন বেশ কয়েকজন নবনিযুক্ত নিরাপত্তারক্ষী। তবে উচ্চ আদালতের নির্দেশ আসার পর তাঁদের আর কাজে যোগ দিতে দেওয়া হয়নি।
হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে পুড়ল কপাল?
মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে অবৈধভাবে একটি নিরাপত্তা সংস্থাকে কাজের দায়িত্ব দেওয়ার অভিযোগ উঠেছিল। তা নিয়ে শুরু হয় চাপানউতোর। জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। উক্ত নিরাপত্তা সংস্থার কর্মীদের (Security Guard) হাসপাতাল থেকে অবিলম্বে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত।
এদিকে হাইকোর্টের (Calcutta High Court) এই নির্দেশ আসতেই কাজে যোগ দিতে এসে ফিরে যেতে হয় নবনিযুক্ত নিরাপত্তারক্ষীদের। গত সেপ্টেম্বর মাসেই মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিরাপত্তারক্ষী নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। একটি বেসরকারি সংস্থার তরফ থেকে ৭৪ জন নিরাপত্তারক্ষী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়।
আরও পড়ুনঃ ’২২ নভেম্বরের মধ্যে…’! সন্দীপের লাইসেন্স বাতিল! মামলা হতেই তোলপাড় করা নির্দেশ হাইকোর্টের
সেই মতো গতকাল প্রয়োজনীয় প্রশিক্ষণের পর কাজে যোগ দিতে আসেন বেশ কয়েকজন। তবে তার মধ্যেই হাইকোর্টের নির্দেশ চলে আসে বলে খবর। জানা যাচ্ছে, এরপর আর তাঁদের কাজে যোগ দিতে দেওয়া হয়নি। ফলে কাজে যোগ না দিয়েই ফিরে যেতে হয় তাঁদের।
এই বিষয়ে উক্ত সংস্থার তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গি। তাঁর কথায়, সম্পূর্ণ বিষয়টি ডিরেক্টরেট অফ মেডিক্যাল এডুকেশনের অধীন। সেই কারণে এই টেন্ডার সংক্রান্ত বিষয়ে তিনি কিছু জানেন না।
এদিকে এই টেন্ডার নিয়ে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়েছে। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি জল গড়িয়েছে। সম্পূর্ণ বিষয়ে ‘দুর্নীতির গন্ধ’ পাচ্ছেন কেউ কেউ। এবার এই নিয়ে মামলা হতেই সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার কর্মীদের হাসপাতাল থেকে অবিলম্বে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল আদালত।