টেট পরীক্ষার্থীদের জন্য সুখবর! বিরাট নির্দেশ দিল হাইকোর্ট, কোন মামলায়?

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের ২০২৪ সালের পরীক্ষার সিলেবাস বহির্ভূত প্রশ্ন মামলায় এক বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। ২০২৩ সালের নিয়োগ প্রক্রিয়ার ওই পরীক্ষা হয়েছিল গত বছরের জানুয়ারি মাসে। কিন্তু ওই পরীক্ষায় সিলেবাস বহির্ভূত একাধিক প্রশ্ন আসার অভিযোগ তুলেছিলেন আবেদনকারীরা।

বিরাট নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)

অভিযোগ জানিয়ে মোট ১৯ জন পরীক্ষার্থী মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে কলকতার উচ্চ আদালতের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন। পরীক্ষার্থীদের দাবি ছিল ২০২৪ সালের মাদ্রাসার সার্ভিস কমিশনের টেট পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্ন করা হয়েছিল।

আবেদনকারীদের দাবি ছিল, এই কারণেই ওই পরীক্ষায় মাত্র আটজন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন। এরপরে এই মামলায় কমিশনকে নিজেদের অবস্থান জানানো নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের জাস্টিস ভট্টাচার্য।

আরও পড়ুন: ঝুলছে ২৬ হাজার মানুষের ভাগ্য! আজই SSC মামলায় বড় আপডেট

বুধবার আদালতে (Calcutta High Court) ওই মামলার শুনানি ছিল। সেখানেই বিচারপতি ভট্টাচার্যের এজলাসে মামলা চলাকালীন মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশন নিজেদের ভুল স্বীকার করে নেয়। তারা মেনে নেয় ওই পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্ন করা হয়েছিল। তারপরেই বিচারপতি আবেদনকারীদের পক্ষে রায় দিয়েই এক বিরাট নির্দেশ দিয়েছেন।

Calcutta High Court a case filed by old doctor father against his daughter

২০২৪ সালের মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের টেট পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্ন মামলায় জাস্টিস ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন ওই পরীক্ষায় যারা অংশ নিয়েছিলেন বা ওই সিলেবাস বহির্ভূত প্রশ্নের উত্তর যারা লিখেছিলেন তাঁদের অতিরিক্ত নম্বর দিতে হবে। শুধু তাই নয় নতুন নম্বর যোগ করার পর ফলাফলের ভিত্তিতে আগামী ১৯ জানুয়ারি চূড়ান্ত পরীক্ষায় বসতে পারবেন উত্তীর্ণ পরীক্ষার্থীরা। এদিন বিচারপতি ভট্টাচার্য এই নির্দেশ দেওয়ার পর স্বভাবতই খুশির হাওয়া মাদ্রাসার টেট পরীক্ষার্থীদের মধ্যে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর