বাংলা হান্ট ডেস্কঃ একের পর এক নিয়োগ দুর্নীতি! গতকাল থেকে ফের শিরোনামে বাম আমলে নিয়োগ দুর্নীতি। এরই মধ্যে এবার হেড টিচার নিয়োগের প্যানেলে বেনিয়মের অভিযোগ উঠল। এই নিয়ে মামলা দায়ের হয়েছিল জেলা প্রাথমিক শিক্ষা সংসদের বিরুদ্ধে। এদিন কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এই মামলা উঠলে বিচারপতি বিশ্বজিৎ বসুর কড়া প্রশ্নের মুখে পড়ল সংসদ (Primary Education Board)।
মামলাকারী আদালতে জানিয়েছিলেন তিনি ২০০৩ সালে পূর্ব মেদিনীপুরের একটি স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দেন। কিছু বছর কাজ করার পর ২০০৭ সালে কলকাতায় বদলি নেন তিনি। সম্প্রতি প্রধান শিক্ষক নিয়োগে অভিজ্ঞতার নিরিখে একটি প্যানেল তৈরি করা হয়। তাতে দেখা যায় ২০০৩ থেকে কাজ করার পরও তার অভিজ্ঞতা বিবেচনা করা হয় ২০০৭ সাল থেকে।
আরও পড়ুন: সন্দেহের তালিকায় ‘ওই’ ৪ জন! আরজি করের নির্যাতিতার মা-বাবা যা বললেন… ফের নয়া মোড়?
গোটা ঘটনায় সংসদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের যান ওই শিক্ষিকা। এদিন আদালতে মামলা উঠলে বিচারপতি বলেন, ‘কোনও শিক্ষকের ক্ষেত্রে নিয়োগের সাল থেকেই তার অভিজ্ঞতা গণ্য করা না হলে এই সময়ের মধ্যে তার ইনক্রিমেন্ট সহ যাবতীয় সুযোগ সুবিধা বাতিল হয়ে যায়। এ কি সম্ভব?’
আরও পড়ুন: ফের হাইকোর্টের প্রশ্নের মুখে পুলিশ! বড় নির্দেশ দিয়ে দিলেন ‘ক্ষুব্ধ’ বিচারপতি! কোন মামলায়?
এদিন আদালতে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের তরফে আইনজীবী। তিনি বলেন, ডিপিএসসির নিজস্ব কিছু নিয়ম মেনে প্যানলে প্রকাশ করা হয়েছে। পাল্টা মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম আদালতে বলন, ডিপিএসসি ভুল প্যানেল প্রকাশিত করেছে। দু’পক্ষের বক্তব্য শুনে সংসদের উদ্দেশে বিচারপতির প্রশ্ন, “আপনাদের প্যানেল বাতিল করা হবে না কিসের জন্য?” আগামী ২১ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন আদালতে নথি-সহ এই বিষয়ে বিস্তারে রিপোর্ট জমা দেওয়ার জন্য সংসদকে নির্দেশ দেওয়া হয়েছে।