রাতের অন্ধকারে দেওয়া হয়েছিল নিয়োগপত্র! প্রকাশ্যে আরও এক নিয়োগ দুর্নীতি, কড়া নির্দেশ দিল হাই কোর্ট

Published on:

Published on:

Calcutta High Court orders affidavit in Mekhliganj Anganwadi recruitment case

বাংলা হান্ট ডেস্কঃ অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ নিয়ে ফের প্রশ্নের মুখে প্রশাসন। নিয়ম বহির্ভূত নিয়োগের অভিযোগ ঘিরে এবার কড়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। মেখলিগঞ্জ ব্লকের এই মামলায় আদালত পরীক্ষার্থীদের খাতা ও ফলাফল সহ সবকিছু হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালে কোচবিহার জেলার মেখলিগঞ্জে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। চাকরি প্রার্থীদের দাবি, বিজ্ঞপ্তিতে EWS ক্যাটাগরির উল্লেখ না থাকা সত্ত্বেও ওই শ্রেণি থেকে ১৫ জনকে নিয়োগ করা হয়েছিল। দুর্গাপুজোর আগে এক রাতের অন্ধকারে ওই ১৫ জনকে রাতারাতি নিয়োগপত্র বিলি করা হয় বলে অভিযোগ। নিয়োগের আগে একটি তালিকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, এবং ফল ঘোষণার পর দেখা যায় সেই তালিকার সঙ্গেই নাম মিলে যাচ্ছে।

৭৪৯ জন পরীক্ষার্থীর বিস্তারিত রিপোর্ট হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিল আদালত (Calcutta High Court)

চাকরিপ্রার্থীরা প্রথমে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রিন্সিপাল বেঞ্চে মামলা দায়ের করলেও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায় তা খারিজ করে দেন। এরপর তারা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চে নতুন করে মামলা করেন। বৃহস্পতিবার বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ কঠোর নির্দেশ জারি করে। আদালতের নির্দেশ অনুযায়ী পাশ করা ৭৪৯ জন পরীক্ষার্থীর খাতা, মার্কশিট এবং রেজাল্টের বিস্তারিত রিপোর্ট হলফনামা আকারে জমা দিতে হবে।

ডিভিশন বেঞ্চ মামলাটি ফের সিঙ্গল বেঞ্চে পাঠিয়ে দিয়েছে। সরকারি আইনজীবী মোমিনুর রহমান জানান, আদালতের (Calcutta High Court) নির্দেশ মতো সিঙ্গল বেঞ্চে সমস্ত নথি এবং স্কোরশিট জমা করা হবে। অভিযোগকারীদের আইনজীবী শুভঙ্কর দত্ত বলেন, “নিয়োগ প্রক্রিয়ায় নিয়ম মানা হয়নি, সেই কারণেই আমরা সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করেছিলাম। ডিভিশন বেঞ্চ আজ কড়া নির্দেশ দিয়েছে।”

Calcutta High Court orders affidavit in Mekhliganj Anganwadi recruitment case

আরও পড়ুনঃ মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য! কুণাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা

অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরেই স্থানীয় রাজনীতি থেকে আদালত পর্যন্ত আলোচনায়। এবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) কড়া নির্দেশ মামলার গতিপথে নতুন মোড় আনল। এখন সিঙ্গল বেঞ্চের পরবর্তী শুনানিই ঠিক করবে, চাকরি বাতিল হবে নাকি এই নিয়োগ টিকে যাবে।