বাংলা হান্ট ডেস্কঃ অবসরপ্রাপ্ত পুরকর্মীদের জন্য বড় স্বস্তির নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বহরমপুর পুরসভার বকেয়া গ্র্যাচুয়িটি মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিলেন, আগামী ১০ মাসের মধ্যে অবসরপ্রাপ্ত পুরকর্মীদের সমস্ত বকেয়া অর্থ মেটাতে হবে। শুধু তাই নয়, বকেয়া যতদিনের, সেই সময় অনুযায়ী ৮ শতাংশ সুদসহ টাকা ফেরত দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না মেটাতে পারলে সুদের হার বেড়ে দাঁড়াবে ১১ শতাংশ।
কিসের জন্য মামলা দায়ের হয়েছিল হাই কোর্টে (Calcutta High Court)?
প্রসঙ্গত, বহু বছর ধরে অবসরপ্রাপ্ত কর্মীরা গ্র্যাচুয়িটির টাকা পাচ্ছিলেন না। হাতে টাকা না আসায় নাজেহাল পরিস্থিতির শিকার হয়েছিলেন তাঁরা। অবশেষে কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মী বহরমপুর পুরসভার বিরুদ্ধে অভিযোগ তুলে হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন। মামলা গৃহীত হলে শুরু হয় শুনানি। তারপর শুক্রবার ডিভিশন বেঞ্চ এই রায় দেয়।
রায় দানের দিন বিচারপতিরা স্পষ্ট ভাষায় বলেন, গ্র্যাচুয়িটি বকেয়া মেটাতে পুরসভার কেবল সম্পত্তি করের উপর নির্ভর করা যথেষ্ট নয়। রাজ্যের অর্থ দপ্তরকেও সাহায্যের হাত বাড়াতে হবে। নচেৎ অবসরপ্রাপ্ত কর্মীরা আরও অসুবিধার মুখে পড়বেন। এর আগেও একাধিক পুরসভা একই সমস্যায় হাই কোর্টের (Calcutta High Court) চাপে পড়েছে। একবার বিচারপতি গৌরাঙ্গ কান্ত তো সরাসরি মন্তব্য করেছিলেন, “যদি বকেয়া মেটাতে না পারে, তবে পুরসভা বন্ধ করে দিতে হবে।”
বহরমপুর পুরসভার তরফে আইনজীবী অরিন্দম দাস জানান, আর্থিক অসহায়তার কথা আদালতে বহুবার জানানো হয়েছে। একমাত্র সম্পত্তি কর থেকে প্রাপ্ত অর্থ দিয়েই পুরসভার খরচ মেটানো হচ্ছে। কিন্তু আদালত এই যুক্তি মানতে নারাজ। পুরসভার বক্তব্য, শুধুমাত্র করের টাকায় গ্র্যাচুয়িটির মতো বকেয়া মেটানো সম্ভব নয়। ফলে রাজ্যকেই পুরসভার পাশে দাঁড়াতে হবে।
আরও পড়ুনঃ ‘অল ইন ওয়ান’ পোর্টাল চালু! ভোট প্রক্রিয়া সহজ করতে রাজ্যে চালু নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম
আপাতত হাই কোর্টের (Calcutta High Court) এই রায়ে বড় স্বস্তি পেয়েছেন মামলাকারীরা। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা অবসরপ্রাপ্ত কর্মীরা এখন আশাবাদী যে, অবশেষে তাঁদের প্রাপ্য অর্থ সুদে-আসলে হাতে আসবে।