বাংলা হান্ট ডেস্কঃ ফেডারেশনের বিরুদ্ধে ১৩ জন পরিচালকের দায়ের করা মামলায় বড় সিদ্ধান্ত নিল হাই কোর্ট (Calcutta High Court)। বিচারপতি অমৃতা সিংহ নির্দেশ দিয়েছেন, মামলার নিষ্পত্তির জন্য একটি নতুন কমিটি গঠন করতে হবে। সেই কারণে আদালত উভয় পক্ষকেই সম্ভাব্য সদস্যদের তালিকা জমা দিতে বলেছিলেন। পরিচালকদের তালিকা আগেই প্রকাশ্যে এসেছিল। সোমবার ফেডারেশনের পক্ষ থেকেও তালিকা জমা দেওয়া হয়েছে।
আদালতে (Calcutta High Court) নতুন কমিটিতে বাংলার বিনোদন দুনিয়ার প্রভাবশালী সদস্যদের না থাকার দাবি পরিচালকদের
আদালতে (Calcutta High Court) পরিচালকরা দাবি করেন যে, নতুন কমিটিতে বাংলার বিনোদন দুনিয়ার প্রভাবশালী সদস্যরা যেন না থাকেন। তাঁদের অভিযোগ, ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নাম থাকলে প্রভাব খাটানোর সম্ভাবনা থেকে যাবে। তাই পরিচালকদের তালিকায় রাখা হয়েছে বলিউডের নামজাদা পরিচালক ও অভিনেতাদের। যেমন, দিবাকর বন্দ্যোপাধ্যায়, নন্দিতা দাশ, হনসল মেহতা, আদিল হোসেন প্রমুখ।
অন্যদিকে, ফেডারেশনের তালিকায় রাখা হয়েছে বাংলার ইন্ডাস্ট্রির জনপ্রিয় ও প্রভাবশালী তারকা-পরিচালকদের নাম, যেমন- গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল, দেব, জিৎ, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, রাহুল মুখোপাধ্যায়, সোমনাথ কুণ্ডু, শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে এবং পাভেল। এই ১২ জনকে বেছে নিয়েছে সংগঠন।
৮ সেপ্টেম্বর ফের হাই কোর্টে (Calcutta High Court) এই মামলার শুনানি হবে। সেদিন তথ্য ও সম্প্রচার দপ্তরের সচিব শান্তনু বসু, দুই পক্ষের জমা দেওয়া তালিকা থেকে নতুন কমিটির চূড়ান্ত সদস্যদের নাম বেছে নেবেন। সূত্রের খবর, আদালতের পরবর্তী নির্দেশেই নির্ধারিত হবে কারা থাকবেন এই কমিটিতে।
আরও পড়ুনঃ কাঁচা রাস্তায় বাড়ি তুলতে দিতে হবে বাড়তি ফি, নতুন নিয়ম আনল কলকাতা পুরসভা
পরিচালক ও ফেডারেশনের টানাপোড়েন এখন নির্ভর করছে আদালতের (Calcutta High Court) সিদ্ধান্তের উপর। দুই পক্ষের আলাদা তালিকা জমা পড়ায় ইন্ডাস্ট্রির অন্দরে চাপা উত্তেজনা চলছে। এখন দেখার সোমবারের শুনানি এই মামলায় নতুন দিশা দেখাতে পারে কিনা।