বাংলা হান্ট ডেস্কঃ ট্র্যাফিক পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলে এবার কড়া ব্যবস্থা নিতে হবে, সম্প্রতি এমনই কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কোনও পুলিশ কর্মী যদি আইন ভেঙে গাড়ির লাইসেন্স বাজেয়াপ্ত করেন বা কোনও চালকের সঙ্গে দুর্ব্যবহার করেন, তাহলে তাঁর বিরুদ্ধেও আইনানুগ পদক্ষেপ নেওয়া উচিত। বৃহস্পতিবার এমনই পর্যবেক্ষণ দিলেন হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়।
ট্রাফিক সংক্রান্ত মামলার রায়ে আদালতের স্পষ্ট অবস্থান | Calcutta High Court’s clear verdict
একটি ট্র্যাফিক সংক্রান্ত মামলার রায়ে আদালত (Calcutta High Court) স্পষ্ট করে জানিয়ে দেয়, পুলিশ আইনের ঊর্ধ্বে নয়। একইসঙ্গে ট্র্যাফিক পুলিশদের আরও পেশাদার ও শিষ্ট ব্যবহারে অভ্যস্ত করতেও বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন আছে বলে মন্তব্য করেছে আদালত (Calcutta High Court) । এই রায়ের কপি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের ডিসি ট্র্যাফিককে।
বিগত বছর, দক্ষিণ ২৪ পরগনা থেকে কলকাতায় আসার পথে আইনজীবী শুভ্রাংশু পন্ডার গাড়ি থামায় ট্র্যাফিক পুলিশ। অভিযোগ, তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয় ও লাইসেন্স কেড়ে নেওয়া হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হয়। যদিও মামলাটি মিটে গিয়েছে এবং লাইসেন্সও ফেরত দেওয়া হয়েছে, তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে আদালত স্পষ্ট বার্তা দিতে পিছপা হয়নি।
আরও পড়ুনঃ ‘নিষিদ্ধ’ যৌনতার প্রতি ঝোঁক বাচ্চাদের, সম্মতির বয়স কমিয়ে ১৬-তে আনার পক্ষে আবেদন সুপ্রিম কোর্টে
বহু অভিযোগ, কড়া বার্তা আদালতের (Calcutta High Court)
শুধু শুভ্রাংশু নন, ট্র্যাফিক পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহার, গালিগালাজ কিংবা লাইসেন্স কেড়ে নেওয়ার অভিযোগে গত বছর একাধিক মামলা হয়েছিল হাইকোর্টে (Calcutta High Court) । যার মধ্যে বেশ কয়েকজন মামলাকারী ছিলেন আইনজীবীও। কয়েকটি মামলা নিষ্পত্তি হলেও আদালত মনে করছে, সামগ্রিকভাবে রাজ্যের ট্র্যাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে পুলিশের আচরণগত উন্নয়ন প্রয়োজন।