বাংলা হান্ট ডেস্কঃ রোজভ্যালি চিটফান্ড-কাণ্ডে আর্থিক অনিয়মের তদন্ত নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এই মামলার ফরেনসিক অডিট ও তদন্তের দায়িত্ব এবার সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস বা SFIO-র হাতেই থাকছে বলে লিখিত নির্দেশে জানিয়ে দিল আদালত। তবে এই তদন্ত শুরু করার জন্য কেন্দ্রীয় সরকারের অনুমতি জরুরি। কারণ, SFIO সরাসরি কেন্দ্রের ‘মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স’-এর অধীনস্থ সংস্থা।
কেন নির্দেশ দিয়েছে হাই কোর্ট (Calcutta High Court)?
বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগেই SFIO আদালতকে (Calcutta High Court) স্পষ্ট করে জানিয়েছিল যে, কেন্দ্রীয় সরকারের অনুমতি মিললে ফরেনসিক অডিট করতে তাদের কোনও আপত্তি নেই। সেই কারণেই হাই কোর্ট নির্দেশ দিয়েছে, এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে অনুমতি দিতেই হবে।
এই প্রসঙ্গে আদালত মনে করিয়ে দিয়েছে, রোজভ্যালি চিটফান্ড-কাণ্ডে প্রতারিত আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য আগেই একটি কমিটি গঠন করেছিল হাই কোর্ট (Calcutta High Court)। সেই কমিটির নাম ছিল ‘বিচারপতি দিলীপ শেঠ কমিটি’। তবে পরবর্তী সময়ে ওই কমিটির বিরুদ্ধেই আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে।
এরপর সেই অভিযোগের ভিত্তিতেই ফরেনসিক অডিটের দায়িত্ব দেওয়া হয়েছিল সেবি-কে। বিশেষ করে রোজভ্যালির ১০টি সম্পত্তি বিক্রির ক্ষেত্রে বাজারদরের তুলনায় কতটা বেশি বা কম দামে সেগুলি বিক্রি হয়েছে, তা নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছিল আদালত। একইসঙ্গে রোজভ্যালির পরবর্তী রূপ ‘চকোলেট গোষ্ঠী’ বা চকোলেট গ্রুপ অব হোটেলস কীভাবে এডিসি কমিটিকে টাকা দিয়েছিল, সেই আর্থিক লেনদেনের হিসাবও সেবি-কে পেশ করতে বলা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সেবি এই তদন্ত থেকে হাত গুটিয়ে নেয়।

আরও পড়ুনঃ শিল্প সম্মেলনের মাঝেই আগাম বড়দিন, ১৮ ডিসেম্বর থেকে শুরু কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল
শেষ পর্যন্ত শুক্রবার লিখিতভাবে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) জানিয়ে দেয়, এবার এই গোটা আর্থিক অনিয়মের তদন্ত করবে SFIO। কেন্দ্রীয় সরকারের অনুমতি মিললেই শুরু হবে সেই তদন্ত প্রক্রিয়া।












