৪৭টি ভুল প্রশ্ন! TET-এ চূড়ান্ত বিশৃঙ্খলায় কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট

Published on:

Published on:

Calcutta High Court Orders TET Question Scrutiny

বাংলা হান্ট ডেস্কঃ প্রাথমিক শিক্ষক নিয়োগে টেট পরীক্ষার ২০১৭ ও ২০২২ সালের প্রশ্নপত্রে ৪৭টি প্রশ্ন ভুল ছিল—এই অভিযোগে আদালতে মামলা হয়। সেই মামলা ঘিরেই কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) প্রথমে একটি কমিটি তৈরি করেছিল। কিন্তু সেই কমিটির সদস্যদের মধ্যে মতভেদ হওয়ায় শেষ পর্যন্ত তারা কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি।

নতুন দায়িত্বে যাদবপুর ও প্রেসিডেন্সি

তাই এবার হাইকোর্ট (Calcutta High Court) জানাল, নতুন কমিটি গঠন করতে হবে। এই কমিটিতে থাকবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের (Primary Board) একজন করে বিশেষজ্ঞ। তাঁরা পরীক্ষা করে জানাবেন, সত্যিই প্রশ্নে ভুল ছিল কিনা এবং ঠিক উত্তর কী হওয়া উচিত।

আগে বিশ্বভারতী এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দিয়ে এই তদন্ত করার কথা ছিল। পর্ষদ চেয়েছিল, তারা নিজেরাই বিষয়টা দেখবে। কিন্তু হাইকোর্ট (Calcutta High Court) সেই দাবি মানেনি। বরং নতুন বিশেষজ্ঞ কমিটিকে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে।

ভুল প্রশ্ন প্রমাণিত হলে নিয়োগে প্রভাব

আদালতের (Calcutta High Court) এই তদন্তে যদি প্রমাণ হয় যে প্রশ্নে ভুল ছিল, তাহলে তার প্রভাব পড়বে অনেক পরীক্ষার্থীর ফলাফলে (TET Result)। ফলে এই রিপোর্ট নিয়ে ভবিষ্যতে বড় সিদ্ধান্ত নিতে হতে পারে পর্ষদকে।

Calcutta High Court Orders TET Question Scrutiny

আরও পড়ুনঃ নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে ফের বিস্ফোরক দাবি, এলাহাবাদ হাইকোর্টে জমা পড়ল নতুন তথ্য

আদালতের (Calcutta High Court) রিপোর্টেই নির্ভর করছে ভবিষ্যৎ

নতুন কমিটি হাইকোর্টে (Calcutta High Court) রিপোর্ট জমা দিলেই বোঝা যাবে—টেট পরীক্ষায় আদৌ ভুল হয়েছিল কিনা। তার উপরেই নির্ভর করছে নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ।