বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। সেই নিয়ে চলা জনস্বার্থ মামলার শুনানি ফের একবার পিছিয়ে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চ জানায়, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৬ অগস্ট।
পিছিয়ে গেল ছাত্র সংসদ নির্বাচন মামলার শুনানি
প্রসঙ্গত, কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত এই মামলার শুনানির দিন ছিল বৃহস্পতিবার। কিন্তু রাজ্যের পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সময় চাওয়ায় ডিভিশন বেঞ্চ শুনানি পিছিয়ে দেয়। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে’র বেঞ্চ জানায়, আগামী ২৬ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে।
এর আগেও এই মামলার শুনানি পিছিয়ে ছিল। গত ১ অগস্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে উপস্থিত না থাকায় শুনানি স্থগিত হয়। এর ফলে আজকে নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয়বার পিছোল এই গুরুত্বপূর্ণ মামলা।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। সেই কারণে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় জনস্বার্থ মামলা করেন হাই কোর্টে (Calcutta High Court)। মামলার শুনানিতে ১৭ জুলাই বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে রাজ্য সরকারকে প্রশ্ন করেন কেন নির্বাচন হচ্ছে না। সেসময় রাজ্যের আইনজীবী জানান, অনেক বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই, ফলে নির্বাচন করানো কঠিন। তাঁর আরও দাবি, রাজ্য সরকারের কাজ শুধু বিজ্ঞপ্তি জারি করা, বাকি দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর। আদালত সেই সময় জানায়, বিজ্ঞপ্তি জারি করতে হবে রাজ্যকেই। এবং সেই বিজ্ঞপ্তি নিয়ে রাজ্য কী ভাবছে, তা জানানোও বাধ্যতামূলক।
এর পাশাপাশি আদালত (Calcutta High Court) নির্দেশ দেয়, যেসব কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বৈধ ছাত্র সংসদ নেই, বা নির্বাচন হয়নি, সেখানে ইউনিয়ন রুম তালাবন্ধ রাখতে হবে। কোনও ছাত্র লিখিত অনুমতি ছাড়া সেই কক্ষে প্রবেশ করতে পারবেন না। কোনও বিশেষ প্রয়োজনে ইউনিয়ন রুম ব্যবহার করতে চাইলে, তার কারণ লিখিতভাবে জানাতে হবে।
আরও পড়ুনঃ ‘এটা ব্যাকডোর এনআরসি’, কি করতে চলেছে কমিশন? ঝাড়গ্রামের মঞ্চ থেকে বুঝিয়ে বললেন মুখ্যমন্ত্রী
ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্যের নিষ্ক্রিয়তা বারবার আদালতের নজরে আসছে। কিন্তু পরপর শুনানি পিছনোয় ছাত্রদের মধ্যে হতাশা বাড়ছে। এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এখন হাই কোর্ট (Calcutta High Court) আগামী ২৬শে আগস্ট কি রায় দেয়, সবার নজর এখন সেদিকেই।