বাংলা হান্ট ডেস্কঃ বারুইপুরে পাঁচ মাস ধরে নিখোঁজ এক তরুণীর হদিস না মেলায় ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিন আদালত স্পষ্ট জানাল, “অভিযোগ দায়ের হওয়ার পর এত সময় পেরিয়েও কোনও ফলপ্রসূ তদন্ত হয়নি।” তাই এবার সরাসরি হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বারুইপুর থানার ওসিকে।
টিউশন থেকে মেয়ে বাড়ি না ফেরায় আদালতের (Calcutta High Court) দ্বারস্থ বাবা-মা
সূত্রের খবর, ঘটনাটি ঘটে ২৯ মার্চ। বিকেলে টিউশন পড়তে বেরিয়েছিলেন পিয়ালি গ্রামের ওই কলেজ ছাত্রী। কিন্তু টিউশন শেষে আর বাড়ি ফেরেননি তিনি। সেদিনই থানায় নিখোঁজের অভিযোগ দায়ের নিখোঁজ ওই ছাত্রীর বাবা-মা। দিন গড়ালেও মেয়ের সন্ধান না মেলায় অবশেষে তাঁরা আদালতের (Calcutta High Court) দ্বারস্থ হন।
পরিবারের অভিযোগ, পিয়ালি গ্রামের নতুন পল্লিতে ভাড়া থাকতেন প্রশান্ত বর্ধন নামে এক ব্যক্তি। মেয়ে নিখোঁজ হওয়ার পর থেকে তিনিও নাকি উধাও। তাঁর নাগরিকত্ব নিয়েও সন্দেহ রয়েছে। পরিবারের দাবি, মেয়েকে পাচার করা হয়ে থাকতে পারে। আইনজীবী শোভন বেরা আদালতে (Calcutta High Court) অভিযোগ করে বলেন, মূল অভিযুক্ত বাংলাদেশি হতে পারেন। কিন্তু তাতেও পুলিশ কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি।
এই ঘটনা প্রসঙ্গে পুলিশ জানায়, শিলিগুড়ির পানিট্যাঙ্কি এলাকায় রেইড চালানো হয়েছিল। কিন্তু কোনও সূত্র মেলেনি। তবে আদালতের ডিভিশন বেঞ্চ পুলিশের এই যুক্তি মানতে নারাজ। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্র স্পষ্ট জানিয়ে দেন যে, ১০ সেপ্টেম্বর বারুইপুর থানার ওসিকে আদালতে (Calcutta High Court) হাজিরা দিতে হবে।
আরও পড়ুনঃ মোদীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট, তেজস্বী যাদবের বিরুদ্ধে দায়ের হল FIR
উল্লেখ্য, তরুণী নিখোঁজ রহস্যে পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভে ফেটে পড়েছে আদালত (Calcutta High Court)। পরিবারের আশঙ্কা পাচারের দিকে ইঙ্গিত করছে, কিন্তু তদন্তে কোন গতি নেই। এখন আদালতের নির্দেশের পর পুলিশের পদক্ষেপে কোনও অগ্রগতি হয় কি না সেটাই দেখার।