বাংলাহান্ট ডেস্ক : দফায় দফায় দুর্নীতির অভিযোগ উঠছে শাসকদলের বিরুদ্ধে। ইতিমধ্যেই স্কুলের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড়সড় দুর্নীতির মামলায় জড়িয়ে পড়েছে শাসক দলের শীর্ষস্থানীয় একাধিক নেতৃত্বের নাম। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হওয়ার পর থেকেই মুখ পুড়েছে রাজ্য সরকারের। তবে এবার আর শুধু স্কুল বা কলেজের নিয়োগের ক্ষেত্রে নয়, দমকল বিভাগে নিয়োগের ক্ষেত্রেও বড়সড় বেনিয়মের অভিযোগ উঠল রাজ্য সরকারের বিরুদ্ধে। দমকল বিভাগে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতেই হাইকোর্টের তরফ থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত স্থগিতাদেশ জারি করা হয়েছে প্রায় ১৫০০ পদের উপর।
জানা গিয়েছে, আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে। ২০১৮ সালে রাজ্য সরকারের তরফে দমকল বিভাগের জন্য প্রায় ১৫০০ পদে অপারেটর নেওয়ার বিজ্ঞপ্তি জারি করার পরই লিখিত পরীক্ষা হয় আর সেই চাকরি নিয়োগের ক্ষেত্রেই এবার নানান প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে।
সূত্রের খবর, মামলাকারীদের তরফে অভিযোগ জানানো হয় যে দুটি প্রশ্নের ক্ষেত্রে ভুল ছিল। এর পাশাপাশি, মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষার নম্বর সহ আরো একাধিক বিষয়কে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠে এসেছে। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার পরেই বিচারপতির তরফে স্থগিতাদেশ জারি করা হয় আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত।
ফলে,আপাতত নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকার পাশাপাশি মামলা শেষ হলেই চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট ধারণা করা যাবে বলেই মনে করা হচ্ছে। তবে, শেষ পর্যন্ত দমকল বিভাগের নিয়োগের ক্ষেত্রে এই বেনিয়মের অভিযোগ প্রকাশ্যে আসার পর আগামী দিনে সেই মামলার শুনানি কোন পথে বাঁক নেয় সেদিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল।